JavaScript Variables |
সহজ ভাষায়, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল (JavaScript Variables) হল অনেকটা পাত্রের মত যেখানে অনেক তথ্য রাখা যায়। শুধুমাত্র এটা মাথায় রাখলেই চলবে। বেশি কঠিনভাবে উপস্থাপন করতে গেলে তোমাদের নিকট তা আরও জটিল মনে হতে পারে। আসল কথায় আসি, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল লিখবা কেমনে? মূলত চারভাবে ভেরিয়েবল ডিক্লার (Declare) করা যায়। যেমনঃ
- Using
var
- Using
let
- Using
const
- Using nothing
এখন দেখব এই চারটি মাধ্যমে কীভাবে ভেরিয়েবল ডিক্লার করা যায়।
Using
var
[<script>var x = 5;var y = 6;var z = x + y;</script>]
Using let
[<script>let x = 5;let y = 6;let z = x + y;</script>]
Using
const
[<script>const x = 5;const y = 6;const z = x + y;</script>]
উপরের তিনটি উদাহরণে ভালোভাবে লক্ষ্য করো। এখানে তিনটি ভেরিয়েবল x
,y
এবং z
ডিক্লার করা হয়েছে। এবং তিনটি keyword var
,let
এবং const
ব্যবহার করা হয়েছে।
কিছু গুরুত্বপূর্ণ বিষয় (অবশ্যই মনে রাখবে)
- প্রোগ্রামের শুরুতে ভেরিয়েবল ডিক্লার করা ভালো।
- ভেরিয়েবলের নাম অবশ্যই ইউনিক হবে। এবং নামে কোন স্পেস থাকা যাবে না।
- ভেরিয়েবলের নাম অবশ্যই বর্ণ (A,B,c ) বা আন্ডারস্কোর (_) বা সংখ্যা (0-9) দিয়ে শুরু হবে। তবে নামের শুরুতে ইনটিজার (0-9) থাকা যাবে না।
- ভেরিয়েবলের নাম কেস সেন্সেটিভ (y এবং Y দুইটি আলাদা ভেরিয়েবল )
- জাভাস্ক্রিপ্ট প্রতিটা লাইন একটি স্টেটমেন্ট তাই প্রতিটি স্টেটমেন্ট এর শেষে (;) দেওয়া হয়।
- ভেরিয়েবল এর মান (value) টেক্সট (টেক্সট স্ট্রিং) হলে তা অবশ্যই ডাবল কোটেশন (” “) অথবা সিঙ্গেল কোটেশন (‘ ‘) এর মধ্যে রাখতে হবে। আর মান (value) নাম্বার (ইনটিজার) হলে কোন কোটেশন ব্যবহার করতে হয় না। যেমনঃ var x = “Rahim”; (এখানে Rahim টেক্সট স্ট্রিং) var y = 5; (এখানে 5 ইনটিজার)।
- ভেরিয়েবল এর মান দেওয়ার পূর্বে অবশ্যই (=) ব্যবহার করতে হবে।
এই ছিল জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল (JavaScript Variables) এর ব্যবহার ব্যবহার নিয়ে সংক্ষেপে আলোচনা। পরবর্তী পোস্টে আলোচনা করব কখন var
,let
এবং const
করা যাবে কখন যাবে না।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
