তোমারি ক্রোড়েতে মোর পিতামহগণ—
নিদ্রিত আছেন সুখে জীবলীলা শেষে,
তাঁদের শোণিত অস্থি সকলি এখন
তোমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে,
তোমার ধূলিতে গড়া এ দেহ আমার
তোমার ধূলিতে কালে মিশিবে আবার।
সারমর্মঃ জন্মভূমি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। বংশপরম্পরায় মানুষ এ জন্মভূমিতে আবির্ভূত হয় এবং এর বিভিন্ন উপাদান গ্রহণ করে বেঁচে থাকে। একসময় জীবনলীলা সাঙ্গ হলে জন্মভূমির মাটিতেই শায়িত হয় এবং তাতেই মিশে যায়। প্রতিটি মানুষেরই ইচ্ছা পূর্বপুরুষদের মতো জন্মভূমির মাটিতে মিশে যাওয়ার।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
