সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্র যদি পূর্বাচল কোণে
না হয় উদয়,
তারকার পুঞ্জ যদি নিভে যায় প্রবল জলদে
না করিব ভয়।
হিংস্র ঊর্মি ফণা তুলি, বিভীষিকা মূর্তি ধরি যদি
গ্রাসিবারে আসে,
সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধু পারে নবজীবনের
নবীন আশ্বাসে।
সারমর্মঃ জীবন চলার পথ বন্ধুর।এ কারণে প্রত্যেককেই নানামুখী বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়।এসব বাধাবিপত্তির ভয়ে থেমে থাকলে তো চলবে না।বরং যাবতীয় বাধাবিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।আর যারা তা না পারে তারা ব্যর্থ হয় এবং যারা পারে তারাই সফলতার মুখ দেখে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
