বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া সম্পর্কে জানুন

বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া সম্পর্কে জানুন

প্রশ্নঃ আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া। 

প্রশ্নঃ ভৌগোলিকভাবে রাশিয়া কোন কোন মহাদেশ জুড়ে অবস্থিত? 
উত্তরঃ এশিয়া ও ইউরোপ। 
প্রশ্নঃ রাশিয়ার সীমান্তবর্তী দেশ কয়টি? 
উত্তরঃ ১৪টি ( আবখাজিয়া ও দক্ষিণ ওশেটিয়াসহ ১৬টি )। 
প্রশ্নঃ বলশেভিক ও মনশেভিক দ্বিধাবিভক্ত হয় কবে? 
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯০৩। 
প্রশ্নঃ বলকান যুদ্ধের অবসান হয় কখন? 
উত্তরঃ ৩০ মে ১৯১৩। 
প্রশ্নঃ লেলিন ‘ এপ্রিল থিসিস ‘ পেশ করে কবে? 
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯১৭।
প্রশ্নঃ রাশিয়া প্রজাতন্ত্রে পরিণত হয় কবে? 
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ১৯১৭। 
প্রশ্নঃ লেনিনের নেতৃত্বে বলশেভিক দল ক্ষমতা দখল করে কবে? 
উত্তরঃ ৭ নভেম্বর ১৯১৭। 
প্রশ্নঃ সমাজতান্ত্রিক বিপ্লব বা রুশ বিপ্লব সংঘটিত হয় কবে? 
উত্তরঃ ১৯১৭ সালে। 
প্রশ্নঃ রুশ বিপ্লবের নেতৃত্ব দেন কে? 
উত্তরঃ লেনিন। 
প্রশ্নঃ সাড়া জাগানো রুশ বিপ্লবের মেয়াদকাল কত দিন ছিল? 
উত্তরঃ ১০ দিন। 
প্রশ্নঃ লেনিন মৃত্যুবরণ করেন কবে? 
উত্তরঃ ২২ জানুয়ারি ১৯২৪। 
প্রশ্নঃ পেট্রোগ্রাদকে লেনিনগ্রাদে নামকরণ করা হয় কবে ? 
উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯২৫। 
প্রশ্নঃ সোভিয়েত ইউনিয়নে কম্যুনিস্ট পার্টিকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয় কবে? 
উত্তরঃ ২১ আগস্ট ১৯৯১। 
প্রশ্নঃ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন? 
উত্তরঃ ২৫ ডিসেম্বর ১৯৯১। 
প্রশ্নঃ রাশিয়ার সর্বশেষ রাজা দ্বিতীয় নিকোলাস জারের রাজবংশ কোনটি? 
উত্তরঃ রোমানভ। 
প্রশ্নঃ USSR নামটি গৃহীত হয় কবে? 
উত্তরঃ ৩০ ডিসেম্বর ১৯২২। 
প্রশ্নঃ USSR -এর পূর্ণরুপ কি? 
উত্তরঃ Union of Soviet Socialist Republics. 
প্রশ্নঃ USSR বিলুপ্ত হয় কবে? 
উত্তরঃ ২৬ ডিসেম্বর ১৯৯১। 
প্রশ্নঃ চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রে আণবিক দুর্ঘটনা ঘটে কবে? 
উত্তরঃ ২৯ এপ্রিল ১৯৮৬। 
প্রশ্নঃ উন্নয়নে ‘পঞ্চবার্ষিকী পরিকল্পনার’ প্রবর্তক দেশ কোনটি? 
উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ( বর্তমান রাশিয়া )। 
প্রশ্নঃ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতির প্রবর্তক কে? 
উত্তরঃ জোসেফ স্ট্যালিন। 
প্রশ্নঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠিত হয়? 
উত্তরঃ ১৫ টি। 
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? 
উত্তরঃ স্ট্যালিন। 
প্রশ্নঃ রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদকাল কত? 
উত্তরঃ ছয় বছর ( পূর্বে ছিল ৪ বছর )। 
প্রশ্নঃ রাশিয়ার রাষ্ট্রধর্ম কয়টি? 
উত্তরঃ ৪টি ( ইসলাম, খ্রিষ্টান, বৌদ্ধ ও ইহুদি )। 
প্রশ্নঃ রাশিয়া ফেডারেশনের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট কে? 
উত্তরঃ বরিস ইয়েলৎসিন ( ১০ জুলাই ১৯৯১-৩১ ডিসেম্বর ১৯৯৯ )। 
প্রশ্নঃ রাশিয়া সকল ধর্মকে সংসদে স্বীকৃতি দেয় কবে? 
উত্তরঃ ১৯৯৭ সালে। 
প্রশ্নঃ অখণ্ড ইউরোপের প্রবক্তা কে? 
উত্তরঃ মিখাইল গর্বাচেভ। 
প্রশ্নঃ ১৯৩৯ সালে ‘মলোটভ রিবেন থ্রোপ’ নামক চুক্তিটিতে স্বাক্ষর করেন কে? 
উত্তরঃ স্ট্যালিন ও মুসোলিনি। 
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে? 
উত্তরঃ রাশিয়াকে। 
প্রশ্নঃ দাঁড়ির ওপর কর বসানো রাশিয়ান শাসক কে? 
উত্তরঃ পিটার দি গ্রেট। 
প্রশ্নঃ রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে স্থানান্তর করে কে, কবে? 
উত্তরঃ সম্রাট পিটার দি গ্রেট ; ১৭১০ সালে। 
প্রশ্নঃ রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? 
উত্তরঃ ক্রেমলিন। 
প্রশ্নঃ ‘গ্লাসনস্ত’ কি? 
উত্তরঃ খোলামেলা আলোচনা। 
প্রশ্নঃ ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ নীতির প্রবর্তক কে? 
উত্তরঃ মিখাইল গর্বাচেভ। 
প্রশ্নঃ ‘পেরেস্ত্রইকা’ কি? 
উত্তরঃ সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা। 
প্রশ্নঃ ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ নীতি ঘোষণা করা হয় কবে? 
উত্তরঃ যথাক্রমে ১৯৮৫ ও ১৯৮৬ সালে।
রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্টবৃন্দ
নাম সময়কাল
বরিস ইয়েলৎসিন ২০ ডিসেম্বর ১৯৯১ – ৩১ ডিসেম্বর ১৯৯৯
ভ্লাদিমির পুতিন ৩১ ডিসেম্বর ১৯৯৯ – ৭ মে ২০০৮
দিমিত্রি মেদভেদেভ ৭ মে ২০০৮ – ৭ মে ২০১২
ভ্লাদিমির পুতিন ৭ মে ২০১২ – বর্তমান


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button