সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
সার্থক জনম, মা গাে, তােমায় ভালােবেসে ।
জানি নে তাের ধনরতন আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তােমার ছায়ায় এসে।
কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন গগনে ওঠে রে চাদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তােমার আলাে প্রথম আমার চোখ জুড়ালাে
ওই আলােতে নয়ন মেলে মুদব নয়ন শেষে ৷
সারমর্ম: জন্মভূমির প্রতি মানুষের টান সহজাত। জন্মভূমির আলাে-বাতাস, গাছপালা, মাটি ও পরিবেশ মানুষের জীবনের জিয়নকাঠি। জন্মভূমি ধনসম্পদের আকর না হলেও মানুষ জন্মভূমিকে ভালােবাসে জীবনকে সার্থক মনে করে। আর শেষ ইচ্ছা হিসেবে জন্মভূমির মাটিতে চিরদ্রিায় শায়িত হতে চায় ।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Tnx