একদা ছিল না জুতা চরণ যুগলে,
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
সেথা দেখি একজন পদ নাহি তার,
অমনি জুতার খেদ ঘুচিল আমার।
পরের দুঃখের কথা করিলে চিন্তন,
আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ?
সারমর্মঃ পার্থিব জীবনে মানুষের অভাব ও চাহিদা অফুরন্ত। একটি অভাব পূরণ করতেই আরেকটি সামনে এসে হাজির হয়। এজন্য মানুষ হতাশ হয় আর এ নিয়ে খুব দুঃখ করে। কিন্তু একবারও ভাবে না আমার যা আছে আরেক জনের হয়তো তাও নেই। যারা এ আপন ভাবনায় অপ্রাপ্তির এ দুঃখবোধ ঘুচাতে পারে তারা অনাবিল সুখ-শান্তি অনুভব করে। প্রকৃতপক্ষে এরাই সুখী। এজন্য নিজের যা আছে তা নিয়ে তুষ্ট থাকলে অন্যের দুঃখ-কষ্টের কথা চিন্তা করা যায়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
