কহিল মনের খেদে মাঠ সমতল
মাঠ ভরে দেই আমি কত শস্য ফল;
পর্বত দাঁড়ায়ে রহে কি জানি কি কাজ
পাষাণের সিংহাসনে তিনি মহারাজ।
বিধাতার অবিচার কেন উঁচু-নিচু
সে কথা আমি নাহি বুঝিতে পারি কিছু।
গিরি কহে— সব হলে সমতল পারা,
নামিত কি ঝরনার সুমধুর ধারা?
সারমর্মঃ সৃষ্টিকর্তা তার প্রতিটি সৃষ্টির মধ্যেই বিরাজমান। পৃথিবীতে বিদ্যমান প্রতিটি জিনিসই একে অপরের সহাবস্থান রয়েছে। জগতে ছোট-বড়, উঁচু-নিচু এসব শ্রেনি কোনোটাই নিরর্থক নয়। মনুষ্যত্বসম্পন্ন মানুষ এগুলোর মধ্য দিয়ে স্রষ্টাকে উপলব্ধি করতে পারেন।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
