অপটিক্যাল মার্ক রিডার ( Optical Mark Reader ) এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওএম আর ( OMR )। এটি একটি কম্পিউটারের ইনপুট ডিভাইস। এটি আলাের প্রতিফলন বিচার করে বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। ওএমআরের কাজের ধরণ অনেকটা স্ক্যানারের মতাে। বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন ওএম আর পড়তে বা বুঝতে পারে। আলাের প্রতিফলন ধর্ম ব্যবহার করে ওএম আর কাজ করে। বিভিন্ন পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নে উত্তরপত্র যাচাইয়ে , বাজার সমীক্ষা , বিভিন্ন জরিপের কাজে ওএম আর ব্যবহৃত হয়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।