প্রসেসর এক ধরনের সিলিকন চিপ। যা বাস্তবিক অর্থে অসম্ভব বৃহৎ এবং জটিল কাজে নির্বাহ করতে সক্ষম। একে সিপিইউ (CPU-Central Processing Unit) বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশও বলা হয়। অসংখ্য ইন্টিগ্রেট সার্কিট (IC) দিয়ে প্রসেসর তৈরি করা হয়। আইসি গুলাে তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে। আর এসব আইসি গুলাে ক্ষুদ্র চিপ (Chip) এর মধ্যে থাকে। প্রতিনিয়ত আইসির সংখ্যা বাড়লেও চিপ এর আকার ছােট হয়ে আসছে এবং কাজ করার ক্ষমতা ক্রমান্বয়ে বেড়ে চলছে। কম্পিউটারের সামগ্রিক প্রক্রিয়াকরণের কাজ প্রসেসরের মাধ্যমে হয়ে থাকে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
