ASCII-এর পূর্ণরূপ হচ্ছে- American Standard Code for Information interchange। এটি একটি ৮ বিটের কোর্ড। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় Unicode। ইংরেজি বর্ণমালাসহ বিশেষ কিছু চিহ্নকে কম্পিউটারের বােধগম্য ভাষায় রূপান্তর করার জন্য ASCII কোর্ড ব্যবহার হয়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
