আমরা অনেকেই বাংলা শব্দের সঠিক ব্যবহারে খুব একটা গুরুত্ব দেই না। মনের ভাব প্রকাশ করতে পারলেই হল। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক কিন্তু বানানে ভিন্নতা রয়েছে। তাই বানানের প্রতি আমাদের বিশেষ দৃষ্টি রাখা উচিত। আজকে ‘কেন’ ও ‘কেনো’ এর মধ্যে পার্থক্য সম্পর্কে জানব।
প্রথমে আসি ‘কেন’ শব্দটিতে,
‘কেন’ এর ইংরেজি হল “why”. আর এর বাংলা প্রতিশব্দ হল কী কারণে বা কী জন্যে। অর্থাৎ, কোন কিছুর কারণ বা উদ্দেশ্য জানতে ‘কেন’ শব্দটি ব্যবহার করা হয়।
যেমনঃ তুমি কাল পড়তে আসোনি কেন?
যেমনঃ তুমি কাল পড়তে আসোনি কেন?
এখানে মনে রাখতে হবে “কেন” শব্দটি প্রশ্নবোধক এবং এর শেষে প্রশ্নসূচক (?) ব্যবহার করতে হবে। সুতরাং, ইংরেজিতে আমরা “Why” শব্দটি ব্যবহার করে থাকি তার বাংলা অর্থ হল “কেন”। অনেকে “কেনো” লিখে থাকেন, যা একেবারেই সঠিক নয়।
তাহলে কি “কেনো” বলে কোন শব্দ নেই?
জি, অবশ্যই আছে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান-এ “কেনো” শব্দটির উল্লেখ্য রয়েছে। “কেনো” শব্দটির মানে হচ্ছে – কিছু ক্রয় বা কিনতে বলা। যেমনঃ আমার জন্য একটি বই কেনো।
সুতরাং আমরা বলতে পারি, ‘কেন’ ও ‘কেনো’ শব্দ দুইটির অর্থ ভিন্ন এবং একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।