তোমার সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে পত্র লেখ।
অথবা, ছোট ভাইকে বই পড়ায় উৎসাহ দিয়ে একটি পত্র লেখ।
প্রিয় ‘ক’,
একরাশ প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালাে আছ। গতকাল তােমার একখানা পত্র পেয়েছি। তুমি জানতে চেয়েছ, সম্প্রতি পড়া কোন বইটি আমার সবচেয়ে ভালাে লেগেছে। এ সম্বন্ধে আমার মতামত তুলে ধরছি।
সম্প্রতি পঠিত যে বইটি আমার সবচেয়ে বেশি ভালাে লেগেছে তা হলাে, আকবর হােসেনের ‘মােহমুক্তি’। বইটি প্রকাশের পর থেকেই চারদিকে আলােড়ন সৃষ্টি হয়। অনেক দেরিতে হলেও বইটি পড়ার সুযােগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। বইটিতে সমকালীন বাস্তব চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে, যা প্রতিটি সচেতন ব্যক্তির হৃদয়ে দোলা দিতে সক্ষম। আধুনিক বইগুলাের মতাে লেখক এতে কলেবর বৃদ্ধি বা প্রধান চরিত্র সৃষ্টির জন্য ব্যস্ত না হয়ে ঘটনা প্রবাহকেই গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক পটভূমিতে লেখা এ বইটিতে স্বাধীনতার চেতনা, দাঙ্গ, নির্যাতন ইত্যাদি গুরুত্বের সাথে স্থান পেয়েছে। এমনকি প্রেম-ভালােবাসার কোমল পরশেও বইটি যথেষট লােভনীয় এবং আকর্ষণীয় মনে হয়েছে। বইটির পরতে পরতে কিছু দার্শনিক বক্তব্যও রয়েছে যা সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে হিন্দু-মুসলিম দাঙ্গা বইটির কাহিনি রচনায় কিছুটা বিঘ্নের সৃষ্টি করেছে! সার্বিক বিচারে বলা যায় যে, শব্দ বিন্যাস, ভাষা মাধুর্য ও প্রকাশ ভঙ্গিতে বইটি এক অনন্য সৃষ্টি। তাই সময় করে বইটি পড়ার চেষ্টা কর। আমি ভালাে আছি। তােমার বাবা ও মাকে আমার সালাম দিও।
তোমার বন্ধু,
“খ”
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Jajhakallah khoyer