![]() |
ফাইল ছবি |
প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শ্রেণি পাঠদানের ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সাথে স্কুল-কলেজের প্রধানদের এক বৈঠকে একটি মৌলিক রুটিন প্রণয়ন করা হয়েছে।
শিক্ষার্থীদেরকে তিন ফুট দূরত্বে বসানো হবে। শুধু তাই নয় ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে ৬ দিন। অন্যদিকে ২০২২ সালের পরীক্ষার্থীদের ক্লাস হবে সপ্তাহে দুইদিন। অন্যান্য স্তরে ক্লাস হবে সোমবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ ৪ দিন।
জানা গেছে আগামীকাল বুধবার রুটিনটি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অনলাইন ডেস্ক।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
