![]() |
নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস |
অনলাইন ডেস্ক – ২৮ আগস্ট, ২০২১
বন্ধুদের সাথে নৌ ভ্রমণে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে যায় বরিশাল জিলা স্কুলের এএসসি পরীক্ষার্থী ফাহাদ হাসান (১৭)। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। নিখোঁজ ফাহাদ হাসানের বাড়ি নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায়। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদীতে ।
ফাহদের সহপাঠীরা জানায়, বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নদী বন্দর সংলগ্ন খেয়াঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে তারা ১০-১২ জন বন্ধু। তাদের উদ্দেশ্যে ছিল নৌ ভ্রমণ করে কীর্তনখোলা নদীর ত্রিশ গোডাউন এলাকায় যাওয়া। মাঝপথে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় পৌঁছার পর হঠাৎ করেই ট্রলার থেকে ফাহাদ নদীতে পড়ে যায় বলে দাবি তার সহপাঠীদের।
এরপর কেউ একজন চিৎকার করে বলে ফাহাদ নদীতে পড়ে গেছে। চিৎকার শুনার পর চালক ট্রলার থামানোর পর নদীতে পায়ের জুতা ভাসতে দেখা যায়। কিন্তু ফাহাদকে আর দেখা যায়নি। এরপর সহপাঠীদের একজন ৯৯৯ নম্বরে ডায়াল করে ফাহাদের নদীতে পড়ে যাওয়ার খবর জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয়ে তল্লাশি শুরু করে। তবে রাত ১০টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
কোতয়ালী মডেল থানার এসআই ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় নিখোঁজ ফাহাদকে উদ্ধারের চেষ্ট চলছে।
সূত্রঃ বাপ্র/অনিড
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।