অনলাইন নিউজ ডেস্ক
|
ছবিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
শুধু কলেজ, বিশ্ববিদ্যালয় নয় স্কুলও খুলে দেওয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থার কথার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন “শুধু বিশ্ববিদ্যালয় নয় দ্রুত সময়ে স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ, শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। তারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।”
প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশ্য করে আরও বলেন, “সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সাথে সাথে যাতায়াতের জন্য গাড়ি দেওয়া হয়েছে। আবাসন ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এবার আপনাদের পালা দেশকে কিছু দেওয়ার। কোনভাবেই দুর্নীতিকে পস্রয় দেওয়া যাবে না।”
বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সবার জন্য টিকা, খাদ্য ও কৃষি যান্ত্রিকীকরণ নিয়েও সভায় আলোচনা হয়। প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নে সচিবদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
