উল্লেখ, দাখিল পরীক্ষার্থীরা শুধু পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের উপর ব্যবহারিক করবে এবং আলিম পরীক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র এবং রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের উপর ব্যবহারিক করবে।
অনলাইন নিউজ ডেস্ক – ২৯ আগস্ট, ২০২১
২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা দিতে ২৬ আগস্ট একটি নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
নির্দেশনায় বলা হয়েছে, পাঠ্যসূচি অনুসারে দাখিল পরীক্ষার্থীদের দার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে নিজ নিজ মাদরাসায় জমা দিতে হবে। অন্যদিকে, আলিম পরীক্ষার্থীদেরও নৈর্বাচনিক বিষয়ের, অর্থাৎ পদার্থবিজ্ঞান ও রাসায়নের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।
করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের শুধু নির্বাচিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই নির্বাচিত বিষয়ের ব্যবহারিকের খাতা (নোটবুক) জমা নেওয়া প্রয়োজন। যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেসব বিষয়ে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে, তা–ও উল্লেখ করা আছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোন শিক্ষার্থী ২০২১ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতি পত্রে দুটির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে, তাহলেও শিক্ষার্থীরা ওইসব ব্যবহারিক খাতা বা নোটবুক জমা দিতে পারবে।
উল্লেখ, দাখিল পরীক্ষার্থীরা শুধু পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের উপর ব্যবহারিক করবে এবং আলিম পরীক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র এবং রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের উপর ব্যবহারিক করবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
