“বাংলা” নবম শ্রেণি দ্বাদশ (১২ তম) অ্যাসাইনমেন্ট উত্তর – Bangla Class Nine 12th week assignment answer.
নির্ধারিত কাজঃ
নমুনা উত্তরঃ
সম্প্রসারিত ভাবঃ প্রত্যেক সফলতার পিছনে লুকিয়ে রয়েছে একটি মূলমন্ত্র। তা হল সংকল্প। সফলতার জন্য প্রথমে প্রয়োজন দৃঢ় সংকল্প। আর এই সংকল্পই পরিকল্পনা মাফিক কাজ করার জন্য শক্তি যোগায়। তাই সাফল্য লাভের জন্য সংকল্পবদ্ধ হয়ে একাগ্রচিত্তের নিজ কাজে মগ্ন থাকতে হবে
কোন কাজকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। আর পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য প্রয়োজন অদম্য পরিশ্রম। পরিকল্পনা ও পরিশ্রমের ভিত্তিকে মজবুত করে সংকল্প। তাই সংকল্পকে বলা হয় কাজের জীবনীশক্তি। সংকল্পের ভিত যদি শক্তিশালী না হয় তাহলে পরবর্তী কর্ম পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয় না। বর্তমান বিজ্ঞানের যে অগ্রগতি সাধিত হয়েছে তার মূলে ছিল পরিকল্পনা। পরিকল্পনা ও পরিশ্রমকে পুজি করে মানুষ পাড়ি জমিয়েছে চাঁদে। নিত্য নতুন আবিষ্কারের নেশায় মত্ত রয়েছে।
সম্পূর্ণটি দেখো……
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
