প্রাক্তন বিগ বস তামিল প্রতিযোগী ও অভিনেত্রী মীরা মিঠুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্য করায় গ্রেফতার হয়েছেন। সাইবার অপরাধের অভিযোগে এবং সেইসাথে মানুষের মনে আঘাতের অভিযোগে আজ শনিবার (১৫ আগস্ট) ভারতের চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এর আগে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ তার বাসায় গেলে লাইভে এসে আত্মহত্যার হুমকি দেন এই অভিনেত্রী। এক ভিডিওবার্তায় তিনি বলেন, পুলিশ যদি আমার ধারে কাছেও ঘেষে তাহলে আমি আত্মহত্যা করবো। তবে শেষ রক্ষা মিলেনি মীরার।
এর আগে মীরা এক ভিডিওতে বলেন, ‘দলিত গোত্রের লোকদের নানা অপকর্মের কারণে অন্যরা সমস্যায় পড়েন। চলচ্চিত্র অঙ্গন থেকে দলিত গোত্রের লোকজনকে বের করে দেওয়া উচিত।’ ভিডিওটি মুহূর্তে ইউটিউবে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে দলিত গোত্রের কয়েকজন নেতা মীরার বিরুদ্ধে অভিযোগ করেন। তাছাড়া, বিদুথালাই সিরুথাইগাল কাচ্চির ডেপুটি জেনারেল সেক্রেটারি ভ্যানি আরাসু অভিনেত্রীর বিরুদ্ধে চেন্নাই কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, পুলিশ তাকে আরও তদন্তের জন্য চেন্নাইয়ে আনার পরিকল্পনা করেছে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
