![]() |
হিসাব বিজ্ঞান নবম শ্রেণি ১৩ তম অ্যাসাইনমেন্ট |
“হিসাব বিজ্ঞান” নবম শ্রেণি ১৩ তম অ্যাসাইনমেন্ট এর উত্তর – Accounting Class Nine 13th week Assignment Answer
নির্ধারিত কাজঃ
![]() |
হিসাব বিজ্ঞান নবম শ্রেণি ১৩ তম সপ্তাহ |
“হিসাব বিজ্ঞান” নবম শ্রেণি ১৩ তম অ্যাসাইনমেন্ট এর উত্তর
ক) হিসাবচক্রের ধাপসমুহঃ
হিসাব চক্র বলতে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্যপ্রক্রিয়া প্রক্রিয়াকে বুঝায়। হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারনা অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্ত কাল ধরে চলতে থাকবে। এই অনির্দিষ্ট জীবনকে হিসাবকাল বলে। প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে সংগঠিত হয়। হিসাব সংক্রান্ত কার্যাবলী এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকে হিসাবচক্র বলে।
হিসাব চক্রের ১০টি ধাপ রয়েছে। যেমনঃ
১) লেনদেন শনাক্তকরণ
২) লেনদেন বিশ্লেষণ
৩) জাবেদাভুক্তকরন
৪) খতিয়ানে স্থানান্তরকরণ
৫) রেওয়ামিল প্রস্তুতকরণ
৬)সমন্বয় দাখিলা
৭} কার্যপত্র প্রস্তুত
৮) আর্থিক বিবরণী প্রস্তুত
৯) সমাপনীদাখিলা
১০) প্রারম্ভিক জাবেদা/রেওয়ামিল প্রস্তুতকরণ
![]() |
হিসাব চক্রের ধাপ |
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সবাইকে।
সাহায্য করার জন্য।
আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সবাইকে।
সাহায্য করার জন্য।