৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ১৪ তম অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
![]() |
মাউশি |
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১৪ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১৪ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৪তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে। বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ১৪ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ঃ
[PDF File Download ##download##]
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

14 তম সপ্তাহের উত্তর কোথায়?
Apnader website ar ager setting tah shundor chilo. Kono shomossha charai assignment gulo collect kora jeto. Tobe akhon shob kichu onek complicated r assignment collect kora toh chiruni tollashir moto hoye geche.
প্রিয় সুহৃদ,
অ্যাসাইনমেন্ট এর জন্য একটা মেন্যু দেওয়া আছে উপরে। আর তাছাড়া সার্চ বার রয়েছে। আপনার যা দরকার তা লিখে সার্চ করুন।
ধন্যবাদ।