এসএসসি ২০২১ “ফিন্যান্স ও ব্যাংকিং” তৃতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর উত্তর। SSC 2021 “Finance & Banking” 3rd week assignment solution

নির্ধারিত কাজ

নমুনা উত্তর
অর্থের রয়েছে নিজস্ব একটি মুল্য, কিন্তু সময়ের ব্যবধানে অর্থের মূল্যের কি কোন পরিবর্তন হয়? উত্তর হলো হ্যাঁ। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হচ্ছে তা জানার জন্য আমাদেরকে অর্থের সময়মূল্য সম্পর্কে জানা প্রয়োজন।
অর্থের সময় মূল্যের ধারণা
অর্থায়নের দৃষ্টিতে অর্থের মূল্য সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। অর্থাৎ আজকের ৫০০০ টাকা পাঁচ বছর পরের ৫০০০ টাকার সমান মূল্য বহন করে না। আজকের ৫০০০ টাকা অধিকতর মূল্যবান। অর্থের সময় মূল্যের ধারনাকে স্পষ্ট করার জন্য দুইটি উদাহরণ দেওয়া যাক।
উদাহরণ ১ঃ রহিম সাহেব তার বন্ধুর নিকট থেকে ৫০,০০০ টাকা ধার নিলেন এবং এক বছর পর ৫০,০০০ টাকা পরিশোধ করবেন। এখানে উল্লেখ্য যে, এক বছর আগের ৫০,০০০ টাকা আর এক বছর পরের ৫০,০০০ টাকা সমান মূল্য বহন করে না।
উদাহরণ ২ঃ রাকিব সাহেব তার ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে পাঁচ বছরের জন্য ৩,০০,০০০ টাকা ঋণ নিলেন। এবং পাঁচ বছর পর তিনি ব্যাংককে ৩,৬৫,০০০ টাকা পরিশোধ করলেন। এখানে পাঁচ বছর আগের ৩,০০,০০০ টাকা পাঁচ বছর পরের ৩,৬৫,০০০ টাকার সমান মূল্য বহন করে। এখানে অর্থের সমূল্যের মূল কারণ হল সুদ।
সুতরাং সময়ের পরিপ্রেক্ষিতে অর্থের মূল্যের তারতম্য ঘটে।
অর্থের ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া
অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহনের জন্য অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তবে অর্থের বর্তমান মূল্য জানা থাকলে সূত্রের সাহায্যে ভবিষ্যৎ মূল্য বের করা যায়।
সূত্রটি হলোঃ ভবিষ্যৎ মূল্য (FV) = বর্তমান মূল্য (১ + সুদের হার) মেয়াদ
এখানে, FV হচ্ছে Future Value
= ৫০,০০০ (১ + ০.১০) ১
= ৫০,০০০ X ১.১০
= ৫০,০০০ (১ + ০.১০) ২
= ৫০,০০০ X ১.২১


ব্যাংক X পাঁচ বছর পর মুনাফা দিচ্ছে = ১৫,৬৫,৬৮১.০৩ টাকা অন্যদিকে,
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

ভাই২য় সাপ্তার অধেক পাইছি আর গুলো কখন দিবে,,, ফিন্যান্স ব্যাংকিং
সম্পূর্ণ উত্তর দিয়ে দেওয়া হয়েছে।
প্রশ্নের মধ্যে ৫ টার উত্তর চাইছে, আপনারা ৪ টার উত্তর দিছে।। ৩নং প্র,,," বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ও বছরে একাধিক চক্রবৃদ্ধিকরণ",,, এর উত্তর কই?
Assignment a 5 ta prosno ase kintu apnara 4 tar uttor disen….arekta kivabe likhbo?????