বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (সাধারণ জ্ঞান)

 প্রিয় বন্ধুরা, আজ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (সাধারণ জ্ঞান) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও এর উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের পোস্টটি যারা বিসিএস ও সরকারী জবসের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের উপকারে আসবে। 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (সাধারণ জ্ঞান)

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (সাধারণ জ্ঞান)

প্রশ্ন :বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) কিভাবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯০ সালের ৯নং আইন অনুসারে।

প্রশ্ন : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর অবস্থান কোথায়?
উত্তর : আগারগাঁও, ঢাকা।

প্রশ্ন : বাংলাদেশে আইপি টেলিফোন সার্ভিস চালু হয় কবে?
উত্তর : ১৬ মার্চ ২০১০।

প্রশ্ন : বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয়? 
উত্তর : ৪ জুন ১৯৯৬। 
প্রশ্ন :বিটিটিবি ইন্টারনেট সেবা চালু করে কবে?
উত্তর : ১৯৯৯ সালে।
প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথম অফলাইন ই-মেইল চালু হয়? 
উত্তর : ১৯৯৪ সালে। 
প্রশ্ন : বাংলাদেশে কবে, কোথায় V-SAT স্থাপন করা হয়? 
উত্তর : ২০০১ সালে, বুয়েটে।
প্রশ্ন : ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি কি? 
উত্তর : উচ্চক্ষমতার ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা।
প্রশ্ন : বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় কবে? 
উত্তর :২১ জুলাই ২০০৯। 
প্রশ্ন :বাংলাদেশ অ্যাসােসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS)-এর প্রতিষ্ঠা কবে? 
উত্তর :১৯৯৭ সালে। 
প্রশ্ন : বেসিস-এর অবস্থান কোথায়? 
উত্তর :কারওয়ান বাজার, ঢাকা। 
প্রশ্ন : বাংলাদেশের প্রধান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? 
উত্তর : বেসিস (BASIS)।
প্রশ্ন : বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি? 
উত্তর : ইন্টারনেট সার্ভিস প্রােভাইডারস অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)।
প্রশ্ন : ISPAB প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর : ১৯৯৮ সালে। 
প্রশ্ন : বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) প্রতিষ্ঠা হয় কবে?
উত্তর : ১৯৮৭ সালে।
প্রশ্ন : সাইবার ক্যাফে ওউনার অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ  (CCOAB) প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর : ২০০৩ সালে। 
প্রশ্ন : বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয় কত সালে? 
উত্তর : ১৯৬৪ সালে (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে)।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি? 
উত্তর : বিজয় (এর উদ্ভাবক মােস্তফা জব্বার)। 
প্রশ্ন : বাংলা সফটওয়্যার বিজয়ের জন্ম কবে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৮৮।
প্রশ্ন : বাংলাদেশের ব্যবহৃত বাংলা ফন্ট কি কি? 
উত্তর : বিজয়, একুশে, অভ্র, লেখনী, বৈশাখী প্রভৃতি। 
প্রশ্ন : বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি? 
উত্তর : আইবিএম-১৬২০। 
প্রশ্ন : NACTAR-এর অবস্থান কোথায়? 
উত্তর : বগুড়া।
প্রশ্ন : দেশের প্রথম ও একমাত্র কম্পিউটার ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : রানীর হাট, ফেনী (উদ্বোধন ৭ জুন ২০০৬)।
প্রশ্ন : NTRAMS প্রতিষ্ঠিত হয় কবে? 
উত্তর : ১৯৮৩ সালে। 
প্রশ্ন :ট্যানারি শিল্প ও গ্লাস তৈরিতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়?
উত্তর : ডাই ইথালিন গ্লাইকল।
প্রশ্ন : সাঁওতালি ভাষার সফটওয়্যার উদ্ভাবক কে? 
উত্তর : মাইকেল সরেন ও ফিরােজ আহমেদ। 
প্রশ্ন : বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ-এর নাম কি? 
উত্তর : দোয়েল (DOEL)। 
প্রশ্ন : বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে?
উত্তর :১১ অক্টোবর ২০১১।
প্রশ্ন : দোয়েল (DOEL) ল্যাপটপ-এর প্রস্তুত কারক কে? 
উত্তর : টেলিফোন শিল্প সংস্থা (TSS) লিমিটেড। 
প্রশ্ন : বাংলাদেশে ইলেকট্রনিক ভােটিং মেশিন (EVM-এর উদ্ভাবক কে? 
উত্তর : অধ্যাপক এসএম লুৎফুল কবির (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। 
প্রশ্ন : EVM-এর পূর্ণরূপ কি? 
উত্তর : Electronic Voting Machine. 
প্রশ্ন : বাংলাদেশে ইস্ট্রেনিক বুক বা ই-বুকের যাত্রা শুরু হয় কবে? 
উত্তর : ২৪ এপ্রিল ২০১১।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button