Class Six 7th week (Islam) Assignment 2021 Solution | ৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২১
Class Six 7th week (Islam) Assignment 2021 Solution | ৬ষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান।

প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো। আজ ৬ষ্ঠ শ্রেণীর ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এর ইসলাম শিক্ষা এর নির্ধারিত কাজ এবং নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথমে চলো দেখে নেয়া যাক ইসলাম শিক্ষা ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টএ কি কি থাকছে।
তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় – ইবাদত থেকে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে।
প্রতিদিন ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদাত করা যায়, তার একটি তালিকা তৈরি কর।
নির্ধারিত কাজঃ

প্রতিদিন ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদাত করা যায়, তার একটি তালিকা তৈরি কর।
নমুনা উত্তরঃ
ইবাদাত শব্দের অর্থ হল “দাসত্ব বা আনুগত্য” করা। মহান আল্লাহপাকের দাসত্ব ও আনুগত্যই হলো ইবাদাত। ইবাদাতকে তিনভাগে ভাগ করা যায়।
ক) ইবাদাতে বাদানি বা শারীরিক ইবাদাত। (সালাত, রোযা)
খ) ইবাদাতে মালি বা আর্থিক ইবাদাত। (জাকাত, সাদাকা, দান – খয়রাত)
গ) ইবাদাতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রনে ইবাদাত। (হজ, জিহাদ)
আল্লাহ্পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদাতের জন্য। তাই সর্বদাই আমাদের উচিত তাঁর ইবাদাতে মশগুল থাকা। পবিত্র কুরআনে আল্লাহ্ বলেনঃ

এখানে আল্লাহ্ আমাদেরকে সকাল সন্ধায় তাঁর প্রতি ইবাদাতের কথা বলেছেন। নিচে প্রতিদিন ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত যে সকল ইবাদাত করা যায়, তার একটি তালিকা দেওয়া হলঃ
সময়
|
ইবাদাতের নামসমূহ
|
---|---|
ঘুম থেকে উঠে
|
|
দুপুরের সময়
|
|
বিকালের সময়
|
|
সন্ধার সময়
|
|
রাতের সময়
|
|
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Very nice