ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ যে ফুল ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে হারালাে ধারা। জানি হে, জানি, তাও হয়নি হারা

Rate this post

 যে ফুল ফুটিতে ঝরেছে ধরণীতে,
যে নদী মরুপথে হারালাে ধারা।
জানি হে, জানি, তাও হয়নি হারা।
ভাবসম্প্রসারণ

মূলভাবঃ যা পৃথিবীতে ধ্বংস, তা আসলে ধ্বংস নয়; যা বিনাশ, তা প্রকৃত পক্ষে বিনাশ নয় এবং যা মৃত্যুরুপে আমাদের দৃষ্টিতে প্রতিভাত হয়, তা আসলে মৃত্যু নয়- রূপান্তর মাত্র।

সম্প্রসারিত ভাবঃ পৃথিবীর কত ফুল পূর্ণ প্রস্ফুটিত হবার আগেই অকালে ঝরে পড়ে। পৃথিবীর কত নদী গিরিকন্দর ত্যাগ করে মহাসমুদ্রের পথে যাত্রা করে; কিন্তু অর্ধপথে তারা উত্তপ্ত মরুবালুরাশির সীমাহীন ব্যাপ্তিতে হারিয়ে ফেলে তাদের উচ্ছল স্রোতধারা। এই যে অকালে ঝরে যাওয়া অর্ধস্ফুট কুসুম কিংবা অর্ধপতে বিলুপ্ত নদী এরা কি ব্যর্থ? আপাতদৃষ্টিতে এদের ব্যর্থ মনে হলেও আসলে পৃথিবীর কোন কিছুই ব্যর্থ নয়। এই পৃথিবীতে কোন কিছুর বিনাশ নেই, ধ্বংস নেই। আপাতদৃষ্টিতে যা ধ্বংস, বিনাশ বা মৃত্যু, তা মৃত্যু নয়, নয় বিলয়; তা রূপান্তর মাত্র। বিশ্ব চরাচরে কোন কিছুই ধ্বংস হয় না, বিনষ্ট হয় না। খণ্ডিত দৃষ্টিতে মানুষ বিশ্বের রূপ রূপান্তরের লীলাকে ধ্বংস, বিনাশ, কিংবা মৃত্যু মনে করে ব্যথা পায়, শােক প্রকাশ করে। কিন্তু সামগ্রিক দৃষ্টিতে যদি বিশ্ব চরাচরকে দেখা যায়, তাহলে উপলদ্ধ হবে যা পৃথিবীতে ধ্বংস, তা আসলে ধ্বংস নয়; যা বিনাশ, তা প্রকৃত পক্ষে বিনাশ নয় এবং যা মৃত্যুরূপে আমাদের দৃষ্টিতে প্রতিভাত হয়, তা আসলে মৃত্যু নয় রূপান্তর মাত্র। সৃষ্টির মধ্যে যে রূপ রূপান্তর প্রতিনিয়ত সংঘঠিত হচ্ছে, তার মূলে আছে সৃষ্টির অপূর্ণতা। তাই অপূর্ণকে পূর্ণতা দানের জন্য মহাপ্রকৃতির সৃষ্টিশালা চলেছে নিত্যনতুন ভাঙাগড়ার খেলা। কাজেই, সেই ভাঙাগড়ার চিরন্তন খেলায় যাকে বিনাশ, ধ্বংস বা মৃত্যু বলে মনে হয়, তা আসলে নতুন সৃষ্টিরই পূর্বাভাস।

মন্তব্যঃ যা আপাত ব্যর্থতা, তা মূলত ব্যর্থতা নয়; তা বৃহৎ সাফল্যের একটি ক্ষুদ্রাংশ মাত্র। এই মহাবিশ্বে কোন কিছুরই ক্ষয় নেই , মৃত্যু নেই- সবই কেবল রূপ-রূপান্তরের লীলা। অথচ মানুষ তার অজ্ঞানতার জন্যে, তার মূঢ়তার জন্যে সৃষ্টির এই মহা সত্যকে উপলদ্ধি করতে পারে না। এবং পারে না বলেই দুঃখ, শােকে কাতর হয়, বেদনায় হাহাকার করে কেঁদে ওঠে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

ভাবসম্প্রসারণ

ভাবসম্প্রসারণঃ স্বার্থপরতা মানব জীবনে উন্নতির পথে অন্যতম প্রতিবন্ধক

Rate this post

ভাবসম্প্রসারণঃ স্বার্থপরতা মানব জীবনে উন্নতির পথে অন্যতম প্রতিবন্ধক



 স্বার্থপরতা মানব জীবনে উন্নতির পথে অন্যতম প্রতিবন্ধক
ভাবসম্প্রসারণ

মূলভাব : নিজ স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত থাকায় শান্তি নেই; বরং পরার্থপরতাই উন্নতির অন্যতম বান্ধব।

সম্প্রসারিত ভাব : মানুষ আশরাফুল মাখলুকাত। জীবনের সকল ক্ষেত্রেই সে উন্নয়ন প্রত্যাশী। ধৈর্য, অধ্যবসায়, সত্যবাদিতা, পরার্থপরতা প্রভৃতি চরিত্রের সুকুমার বৃত্তিসমূহ উন্নতির অন্যতম হাতিয়ার। আর উন্নতির পথের অন্তরায়গুলাের মধ্যে অমিতাচার, আত্ম-অহঙ্কার, বিলাস বিহার সর্বোপরি স্বার্থপরতা অন্যতম। স্বার্থপরতা মানুষকে পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এটি জীবনের সীমাবদ্ধ রূপ। কিন্তু মানুষ শুধু ভােগ-বিলাস ও স্বার্থের জন্যই জন্মগ্রহণ করেনি। পরের কল্যাণে জীবনকে উৎসর্গ করার মধ্যেই জীবনের চরম ও পরম সার্থকতা। জগতের সাধু ও মহৎ ব্যক্তিগণও তাই করেন। তারা সর্বদা নিজের স্বার্থ বিসর্জন দিয়ে পরের হিত সাধনে ব্যাপৃত থাকেন। তা ছাড়া, স্বার্থপর মনে করে সমস্ত জগতটা তার একার উপভােগ্য। সকলকে বঞ্চিত করে সে বড় হতে চায়। ফলে বিদ্বেষ, অমিল, কলহ, হিংসা মনুষ্য জীবনকে কলুষিত করে। পক্ষান্তরে, ব্যক্তিস্বার্থ পরিহারের মাধ্যমে মানুষের জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠে। উচ্চারণ করতে পারে

“আত্মসুখ অন্বেষণে আনন্দ নাহিরে
বারে বারে আসে অবসাদ পরার্থে যে করে কর্ম ঘর্মনীড়ে
সেই লভে স্বর্গের প্রসাদ।” 

মন্তব্য : আত্মার স্বাত্বিক তৃপ্তির কাছে জড়দেহের সুখ ভােগ মূল্যহীন। স্বার্থপরতার পাষাণ প্রাচীরে কখনােই সুখের অমনিবাস তাে দূরের কথা, অভিষেকই হতে পারে না।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Uncategorized

পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ – প্রতিবেদন

Rate this post
পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ -  প্রতিবেদন


পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ –  প্রতিবেদন

সৌরজগতের চিত্র অংকন করে “পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যের তুলনামূলক  বিশ্লেষণ” – অনধিক ১০০ শব্দের একটি প্রতিবেদন লিখ। 

সূচনাঃ সৌরজগৎ হল সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি ব্যবস্থা। সৌর জগতের প্রধান উপাদান হচ্ছে সূর্য। সৌর জগতের সমগ্র মোট ভরের শতকরা ৯৯.৮৬ ভাগের জন্য দায়ী হল সূর্য এবং এটিই জগতের সবকিছুকে নিয়ন্ত্রণ করে থাকে।

পৃথিবী ও মঙ্গল গ্রহের বৈশিষ্ট্যঃ  পৃথিবী মানবজাতির আবাসস্থল। এই পৃথিবীকে কেন্দ্র করে ঘিরে রয়েছে অসীম আকাশ। পৃথিবী হল সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। তাই এখানে ৩৬৫ দিনে এক বছর। আর মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন। পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে। যার কারণে পৃথিবী উদ্ভিদ ও জীবজন্তুর বসবাসের উপযোগী। অপরদিকে মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী। মঙ্গলগ্রহে অক্সিজেন ও পানির পরিমান কম এবং কার্বডাইঅক্সাইডের পরিমান অনেক বেশি থাকার কারণে এখানে প্রাণীর অস্তিত্ব সম্ভব নয়।পৃথিবীর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে যার নাম চাঁদ। মঙ্গলের দুটি ছোট ছোট উপগ্রহ আছে যাদের নাম ডিমোস এবং ফোবোস।

সৌরজগতের চিত্রঃ 

সৌরজগতের চিত্র


উপসংহারঃ সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ অসংখ্য ধুমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগত গঠিত। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। সৌর জগতের যাবতীয় গ্রহ-উপগ্রহের নিয়ন্ত্রক হল সূর্য। সূর্যকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজকর্ম চলে। এই মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্তই ছোট। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

One Comment

মন্তব্য করুন

Uncategorized

মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা

Rate this post
মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা কর।

মূল্যবোধ হল ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা বিশ্বাস ধ্যান-ধারণা প্রভৃতি সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মানদন্ড যার দ্বারা মানুষ কোন বিষয়ে ভালো-মন্দ বিচার করে থাকে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমনঃ
ক) সততা ও দায়িত্ববোধ বিকাশ।
খ) ঋণ পরিশোধে সচেতনতা।
গ) বৃদ্ধি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি।
ঘ) জালিয়াতি ও প্রতারনা প্রতিরোধ করে হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

জন্মদিনের কবিতাবাংলা কবিতারবীন্দ্রনাথ ঠাকুর

কবিতাঃ অপরাহ্নে এসেছিল জন্মবাসরের আমন্ত্রণে – রবীন্দ্রনাথ ঠাকুর

Rate this post

জন্মদিনে
     রবীন্দ্রনাথ ঠাকুর

অপরাহ্নে এসেছিল জন্মবাসরের আমন্ত্রণে
পাহাড়িয়া যত।
একে একে দিল মোরে পুষ্পের মঞ্জরি
নমস্কার-সহ।
ধরণী লভিয়াছিল কোন্‌ ক্ষণে
প্রস্তর-আসনে বসি
বহু যুগ বহ্নিতপ্ত তপস্যার পরে এই বর—
এ পুষ্পের দান
মানুষের জন্মদিনে উৎসর্গ করিবে আশা করি।
সেই বর, মানুষেরে সুন্দরের সেই নমস্কার
আজি এল মোর হাতে
আমার জন্মের এই সার্থক স্মরণ।
নক্ষত্রে-খচিত মহাকাশে
কোথাও কি জ্যোতিঃসম্পদের মাঝে
কখনো দিয়েছে দেখা এ দুর্লভ আশ্চর্য সম্মান।
[post_ads]

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button