নবম শ্রেণি হিসাব বিজ্ঞান (Accounting) | 9th week Assignment 2021 Answer | ৯ম শ্রেণি নবম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২১

নির্ধারিত কাজ

নমুনা উত্তর
কাল্পনিক তিনটি লেনদেন নিচে দেওয়া হলঃ
১। জনাব ইলিয়াস ১ মে ২০২১ তারিখে ৫০০০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন।
২। ৩ মে ২০২১ তারিখে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করলেন ৯০০০০ টাকা।
৩। ১২ মে ২০২১ তারিখে ৫০০০০ টাকার পণ্য ক্রয় করলেন।
নিচে জনাব ইলয়াসের লেনদেনগুলোর হিসাবের খাত উল্লেখ করা হলঃ
তারিখ
|
হিসাবের খাত
|
---|---|
১ মে, ২০২১
|
নগদান হিসাব
মূলধন হিসাব |
৩ মে ২০২১
|
আসবাবপত্র হিসাব
নগদান হিসাব |
১২ মে ২০২১
|
ক্রয় হিসাব
নগদান হিসাব |
হিসাব সমীকরণের প্রভাবঃ

আমার পরিবারে সংগঠিত ৫টি লেনদেন:
১। মাসিক বাড়িভাড়া প্রদান ১২,০০০০ টাকা।
২। বিদ্যুৎ ও গ্যাস বিল প্রদান ১,৪৭৫ টাকা।
৩। স্কুলের মাসিক বেতন প্রদান ৬৪০ টাকা।
৪। পরিবারের জন্য আসবাবপত্র ক্রয় ১৫,৫০০ টাকা।
৫। ইন্টারনেট বিল বাবদ ৫০০ টাকা প্রদান।
আমার পরিবারে লেনদেন নয় ৫টি ঘটনা:
১। পরিবারের জন্য একটি টিভি কিনার পরিকল্পনা করা হল।
২। স্কুলের যাতায়াতের জন্য একটি রিক্সা ঠিক করা হল।
৩। মাসিক বাড়িভাড়ার রশিদ প্রদান করা হল।
৪। বাড়ির নিরাপত্তার জন্য একজন দারোয়ান নিয়োগ করা হল।
৫। দোকান ভাড়া প্রদানের জন্য ফরমায়েশ প্রদান।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি ভালো আছেন! ভাইয়া একটা কথা বলতে চাই সেটা হলো আপনি দয়া করে ফিন্যান্স ও ব্যাংকিং assignment এর উওর টা দয়া করে হযবরল.কম এ ফিন্যান্স ও ব্যাংকিং এর উওর টা দিয়ে দিবেন plz অনেক উপকার হবে।।
ওয়ালাইকুমুসসালাম, ফিন্যান্স ও ব্যাংকিং এর উত্তর ০৪ জুলাই ২০২১ তারিখে পাবে। ইনশাআল্লাহ্