বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান ১ – ৩০ঃ শিক্ষক নিবন্ধন ও বিসিএস পরীক্ষার জন্য

Rate this post

প্রিয় শিক্ষার্থী সাধারণ জ্ঞান শিক্ষক নিবন্ধন ও বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হল।

সাধারণ জ্ঞান ১ শিক্ষক নিবন্ধন ও বিসিএস পরীক্ষার জন্য
সাধারণ জ্ঞান ১ – ৩০ BCS

১। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত
উঃ ২০৩ সেন্টিমিটার.

২। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি
উঃ মেসোপটেমিয়া সভ্যতা

৩। বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায়
উঃ পাটগ্রাম

৪। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে
উঃ ইউনেস্কো

৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কবে
উঃ ১০ জানুয়ারি ১৯৭২ সালে।

৬। FAO এর সদর দপ্তর কোথায়
উঃ রোমে।

৭। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম
উঃ জাপান

৮। মালয়েশিয়া ব্যবহৃত মুদ্রার নাম কি
উঃ রিঙ্গিত

১০। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে
উঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে।

১১। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়
উঃ ভিটামিন সি।

১২। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি
উঃ ২০ তম

১৩। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৪। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে
উঃ ১৯৫৫ সালে ৩ ডিসেম্বর।

১৫। ১১ তম বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দল কোনটি
উঃ অস্ট্রেলিয়া।

১৬। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়
উঃ নাইট্রোজেন

১৭। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি
উঃ সিসমোগ্রাফ

১৮। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত
উঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৯। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে
উঃ নিতুন কুণ্ড ।

২০। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন
উঃ ১৯৯৩ সালে।

২১। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে
উঃ হামিদুর রহমান।.

২২। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে
উঃ ৫ জুন। 

২৩। কোন দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশে কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন
উঃ শতকরা ২৫ ভাগ।

২৪। এপিকালচার বলতে কি বুঝায়
উঃ মৌমাছি চাষ।.

২৫। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি
উঃ চারটি (জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা)

২৬। সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোনটি বিদ্যমান
উঃ লেখ্য।

২৭। ভাষার মৌলিক অংশ কয়টি
উঃ চারটি (ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ)

২৮। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে
উঃ কোলন

২৯। “চক্ষুদান করা” বাগধারাটির অর্থ কি
উঃ চুরি করা।

৩০। “He is out of luck” এর অর্থ কি
উঃ তাঁর পোড়া কপাল। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button