আদব কায়দা
অনুচ্ছেদ
আদব কায়দা হলাে কিছু কিছু অনুশীলন ও রীতিনীতির সমষ্টি, যা ব্যাপকভাবে বিভিন্ন পরিস্থিতিতে অনুসরণ করা হয়। অনেকেই একে সাধারণ সামাজিক আচরণ বলে মনে করেন। প্রতিটি সমাজের নিজস্ব সুনির্দিষ্ট আদব-কায়দা রয়েছে এবং একটি সমাজের অভ্যন্তরের বিভিন্ন সংস্কৃতির নিজস্ব নিয়ম-কানুন এবং সামাজিক রীতিনীতিও রয়েছে।
![]() |
©️ShutterStock আদব কায়দা |
একটি বিশেষ সংস্কৃতিতে যারা নতুন তাদের পক্ষে ঐ সংস্কৃতির আদব-কায়দা শেখা অত্যন্ত কষ্টকর এবং এ নিয়ে অনেক সময় বিপদে পড়েন। আদব-কায়দার নিয়ম-কানুন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। দৃষ্টান্তস্বরূপ মানুষকে ভদ্রভাবে এবং সম্মানের সাথে অভিবাদন জানানাের ধারণাটি অনেক সংস্কৃতির আদব-কায়দার ক্ষেত্রে একটি সাধারণ বিষয়। আবার এশিয়ার কোনাে কোনাে দেশের লােকেরা কাউকে অভিবাদন জানানাের সময় সামনে নত হয় অথবা হাত দিয়ে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রে প্রায় লােকেরা করমর্দন করে অথবা, কোনাে কোনাে উপসংস্কৃতিতে একে অন্যকে আলিঙ্গন করে। মুসলিম দেশসমূহের লােকেরা অভিবাদন হিসেবে একে অন্যকে সালাম জানায়। আদব-কায়দার ত্রুটিবিচ্যুতির ধরন বিভিন্ন রকম হতে পারে। সুতরাং সকলেরই কোনাে বিশেষ সম্প্রদায় বা সমাজের আদবকায়দা সম্পর্কে সচেতন থাকা উচিত এবং সেগুলাে যথাযথভাবে অনুশীলনের চেষ্টা করা উচিত।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
