Uncategorized

অষ্টম (৮ম) শ্রেণি হোম সাইন্স তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান| Class 8 Home Science 3rd Week Assignment 2021 Solution

Rate this post

 অষ্টম (৮ম) শ্রেণি হোম সাইন্স তৃতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ এর সমাধান| Class 8 Home Science 3rd Week Assignment 2021 Solution

নির্ধারিত কাজঃ বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তুমি সারাদিন বাসায় অবস্থান করছো। সময় তালিকা প্রণয়ন করে লেখাপড়া ও অন্যান্য কাজকর্ম করা উচিত। তাই এ পরিস্থিতিতে তোমার দৈনন্দিন কাজকর্ম কীভাবে করছো-
ক) তোমার সারাদিনের কর্মকাণ্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন কর।

খ)  সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

গ) সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয় বিবেচনা করছো?

উত্তরঃ

প্রতিটি কাজের জন্য একটি সুনির্দিষ্ট সময় তালিকা থাকা প্রয়োজন। সময় তালিকা অনুযায়ী কাজ করলে তা একদিকে যেমন সুন্দর ও সহজ হয় অন্যদিনে কাজটি নির্দিষ্ট সময়ে শেষ করা যায়। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং আমাদেরকে বাসায় অবস্থান করতে হচ্ছে সেহেতু সময় তালিকা প্রণয়ন করে লেখাপড়া ও অন্যান্য কাজকর্ম করা উচিত বলে আমি মনে করি। তাই আমি দৈনন্দিন কাজকর্ম কীভাবে করব তার একটি সময় তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। 

আমার সারাদিনের কর্মকাণ্ডের একটি সময় তালিকা

  • ৫:০০ টায় – ঘুম থেকে জাগ্রত হওয়া।
  • ৫:২০ টায় – প্রার্থনা করা।
  • ৫:৪০ টায় – হালকা নাস্তা করা।
  • ৬:০০ টায় – শরীরচর্চা করা।
  • ৬:৩০ টায় – পড়তে বসা 
  • ৮:৩০ টায় – সকালের নাস্তা করা।
  • ৯:৩০ টায় – ঘরের কাজে সহায়তা করা, ঘর গোছানো।
  • ১০:৩০ টায় – গাছ-গাছড়ার পরিচর্যা করা, গাছে পানি দেয়া।
  • ১১:৩০ টায় – গোসল করা।
  • ১২:০০ টায় – দুপুরের খাবার খাওয়া।
  • ১২:৩০ টায় –  বিশ্রাম নেয়া।
  • ১:০০ টায় –  প্রার্থনা করা।
  • ১:৩০ টায় – বিশ্রাম ( ঘুমানো )।
  • ৩:৩০ টায় – পড়তে বসা ।
  • ৪:৩০ টায় – প্রার্থনা করা।
  • ৫:০০ টায় – খেলাধুলা করা।
  • ৬:০০ টায় – প্রার্থনা করা।
  • ৬:২০ টায় – হালকা নাস্তা করা।
  • ৬:৩০ টায় – পড়তে বসা।
  • ৮:৩০ টায় – প্রার্থনা করা।
  • ৯:০০ টায় – রাতের খাবার খাওয়া।
  • ৯:৩০ টায় – পড়তে বসা।
  • ১০:৩০ টায় – টেলিভিশন দেখা।
  • ১১:৩০ টায় – ঘুমাতে যাওয়া।

সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা

সময় তালিকা অনুযায়ী কাজ করলে তা একদিকে যেমন সুন্দর ও সহজ হয় অন্যদিনে কাজটি নির্দিষ্ট সময়ে শেষ করা যায়। সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে সফলতা অর্জনের জন্য সময় তালিকার প্রয়োজনীয়তা অপরিসীম। নিচে সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলঃ

  • কোন কাজগুলো বেশি এবং কোন কাজগুলো কম করা প্রয়োজন সে সম্বন্ধে সঠিক ধারণা লাভ করা যায়।
  • করণীয় কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
  • নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায়। 
  • সময়ানুবর্তিতা গড়ে উঠে। 
  • কাজ অনুযায়ী সময়কে সঠিকভাবে বন্টন করা যায়। 
  • কাজের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি পায়। 
  • সময়মত কাজ শেষ করার পর বাড়তি সময়ে নিজেকে সৃজনশীল কাজে নিয়োজিত করা যায়। 
  • কাজের একঘেমেয়ি যাতে না আসে সেই জন্য বিশ্রাম ও অবসরের দরকার। সময় তালিকা অনুযায়ী কাজ করলে বিশ্রাম ও অবসরের সুযোগ পাওয়া যায়। 

সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে আমি  যেসব  বিষয় বিবেচনা করেছি

সময় তালিকা প্রণয়নের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হয়। সময় তালিকাকে সুষ্ঠুভাবে প্রণয়নের জন্য আমি নিচের বিষয়গুলো বিবেচনা করেছি:
  • সারাদিনে কি কি কাজ করবো তা সবার আগে নির্ধারণ করা। 
  • কোন কাজটি আগে করবো এবং কোন কাজটি পরে করব তা গুরুত্ব অনুসারে অগ্রাধিকার দেওয়া।
  • অন্যের সহযোগিতা প্রয়োজন হলে তার সুবিধা-অসুবিধার দিকটি বিবেচনা করা। 
  • দীর্ঘক্ষণ কাজ করার ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। তাই কাজের ফাঁকে বিশ্রাম ও ঘুমকে বিবেচনা করা। 
  • দৈনন্দিন কাজের জন্য যাতে ধর্মীয় কাজের ব্যাঘাত না ঘটে সেদিকে আমি বিশেষ জোর দিয়েছি।
  • যেহেতু বিদ্যালয় বন্ধ আছে তাই আমি নিজের পড়াশুনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রুটিনমাফিক পড়াশুনার প্রতি গুরুতারোপ করছি।
  • নিজেকে  সৃজনশীল কাজে সম্পৃক্ত করার জন্য অবসর সময়কে বিবেচনায় রেখেছি।
  • ভারী ও কঠিন কাজের পর বিশ্রাম নেওয়া।
  • সময় তালিকা এমনভাবে প্রণয়ন করা যাতে পরবর্তী সময়ে কোন কারণে তা পরিবর্তন করা যায়। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Back to top button