তোমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখ পূবক ফসল সমূহ চাষের কারণ ও সেগুলোর জন্য জমি প্রস্ততির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেতন তৈরি কর
তোমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখ পূবক ফসল সমূহ চাষের কারণ ও সেগুলোর জন্য জমি প্রস্ততির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেতন তৈরি কর
উত্তরঃ
ফসলের চাষ মাটির উপর নির্ভর করে। মাটিভেদে ফসলের চাষ পদ্ধতি ভিন্ন হয়। যেমন এটেল ও এটেল দো-আঁশ মাটিতে ধান ভালো জন্মে অন্যদিকে দোআঁশ ও বেলে দো-আঁশ মাটিতে গম, পাট, আলু ও টমেটো ভালো জন্মে।
প্রধান ফলসলের নাম ও চাষের কারণ
আমাদের এলাকায় গম, পাট ও আলু প্রধান ফসল। কারণ হল উপকূলীয় অঞ্চলের মাটি ধান, পাট, আলু ও টমেটো ভালো জন্মে। উপকূলীয় অঞ্চলের মাটি দো-আঁশ, বেলে ও পলি দো-আঁশ। যা ধান, পাট, আলু ও টমেটো চাষের জন্য খুবই ভালো।
পাট চাষের জন্য জমি প্রস্তুত পদ্ধতি
পাট চাষের জন্য দোআঁশ মাটি উপযুক্ত। তাছাড়া ফলনের জন্য সার, পানি, আগাছা ও ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য রাখতে হবে জমিতে যেন বৃষ্টির পানি জমে না থাকে। তাই উঁচু ও মধ্যম জমি হলে ভালো। পাট চাষের জন্য জমি প্রস্ততির বিবরণ নিন্মে দেওয়া হলঃ
- বৃষ্টিপাতের পরপরই আড়াআড়ি ৫ থেকে ৭ বার চাষ দিয়ে জমি তৈরি করতে হবে।
- ইউরিয়া সার প্রয়োগের আগে নিড়ানি দিয়ে জমিকে আগাছামুক্ত করতে হবে।
- জমির ঢেলা গুড়ো করতে হবে।
গম চাষের জন্য জমি প্রস্তুত পদ্ধতি
- সেচ এলাকায় পূর্ববর্তী ফসল কাটার পর মাঠ ডিস্ক বা ছাঁচ বোর্ড লাঙ্গল দিয়ে অনুসৃত চাষ করা উচিত।
- ঝুরঝুরা মাটি গম অঙ্কুরোদগমের জন্য খুবই উপযোগী। ৩ থেকে ৪ বার আড়াআড়ি জমি চাষ দেয়ার পর কয়েকবার মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হবে।
- চাষ সন্ধ্যায় সম্পন্ন করতে হবে এবং লাঙ্গল দেয়া জমি শিশির আর্দ্রতায় সারারাত খোলা রাখতে হবে।
- প্লাঙ্কিং খুব ভোরে সম্পন্ন করতে হবে।
- অজৈব ক্ষেত্র থেকে দূষণ এড়াতে ১০-৩০ মিটার প্রস্থ একটি বাফার জোন রাখা উচিৎ।
আলু চাষের জন্য জমি প্রস্তুত পদ্ধতি
- আলুর জমি ৫-৬ বার চাষ ও বার কয়েক মই অথবা পাওয়ার টিলার দ্বারা ৩-৪ বার আড়াআড়ি চাষ দিয়ে মাটি ঝুরঝুরা এবং সমান করে জমি প্রস্তুত করা হয়।
- জমি ভালোভাবে চাষ ও মই দেওয়ার পর জমি সমান করে বীজ বপনের জন্য জমির এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত নালা করতে হবে। প্রত্যেকটি নালা প্রায় ১০-১২ সে.মি. গভীর করতে হবে।
- একটি নালা থেকে আর একটি নালার দূরত্ব হবে ৬০ সে.মি.। অতঃপর নালার মধ্যে ১৫ সে.মি. দূরে দূরে বীজ বুনে দিতে হয়।
টমেটো চাষের জন্য জমি প্রস্তুত পদ্ধতি
- জমিতে ৪-৫ বার মই দিয়ে মাটি ঝুরঝুরা করে নিতে হবে।
- গ্রীষ্মকালে টমেটো চাষের জন্য ২০-২৫ সে.মি. উঁচু এবং ২৩০ সে.মি. চওড়া বেড তৈরি করতে হবে।
- সেচ দেওয়ার সুবিধার্থে ২ টি বেডের মাঝে ৩০ সে.মি. নালা রাখতে হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

hii
hi