
বিশ্বজোড়া পাঠশালা মাের সবার আমি ছাত্র,
নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়।
পাঠ্য যে সব পাতায় পাতায়।
শিখছি সে সব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র।
সারমর্ম : বিশ্বজগৎ এক রহস্যের আধার। প্রতিনিয়তই ঘটে চলেছে অদ্ভুত সব কর্মকাণ্ড। এসব থেকে শিক্ষণীয় অনেক বিষয় ঘটনা থাকে। যা নিজেদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করে। তাইতাে কবির কাছে আকাশ-বাতাস, চন্দ্র-সূর্য, গ্রহনক্ষত্র সবকিছুই একেকজন শিক্ষক বা শিক্ষার আধার।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
good