সারমর্ম

সারমর্মঃ নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগন নাহি খায় নিজ নিজ ফল

2.1/5 - (56 votes)
 নদী কভু পান নাহি করে নিজ জল,
তরুগন নাহি খায় নিজ নিজ ফল ;
গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান,
কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান।
স্বর্ণ করে নিজ রুপে অপরে শোভিত 
বংশী করে নিজ সুরে অপরে মোহিত।
শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে,
সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

সারমর্মঃ প্রকৃতির প্রতিটি উপাদান— নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি, মেঘ সবকিছুই পরের কল্যাণে নিজেকে সর্বদা উৎসর্গ করে দেয়। পরহিতব্রতে জীবনের সার্থকতা নিহিত। প্রকৃতির এ উদারচিত্তের পরিচয় দেখে মহৎপ্রাণ ব্যক্তিরাও পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেন। তাই আমাদের সকলের উচিত পরের কল্যাণ সাধনে ব্রতী হওয়া।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Uncategorized

শুক্র ও শনিবার হলেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দিনঃ এহছানুল হক মিলন

2/5 - (5 votes)

অনলাইন নিউজ ডেস্ক/
জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শুক্র ও শনিবার হলেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা দেওয়ার কথা বললেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মিলন বলেন। তিনি বলেন, শুক্র ও শনিবার সারা দেশের অফিস-আদালত বন্ধ থাকে। করোনা সংক্রমণের মধ্যেও এ দুই দিন এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া যেত। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না থাকায় এ কথাই প্রতীয়মান হয়েছে যে শিক্ষার্থীদের শেখানোর কোনো ইচ্ছা নেই সরকারের।এভাবে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

শুক্র ও শনিবার সারা দেশের অফিস-আদালত বন্ধ থাকে। করোনা সংক্রমণের মধ্যেও এ দুই দিন এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া যেত।  – সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

শুক্র ও শনিবার হলেও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দিনঃ এহছানুল হক মিলন

তিনি বলেন, গত বছর যখন করোনার প্রকোপ কম ছিল সরকার তখন পর্যটনসহ প্রায় সব খাত খুলে দিয়েছিল কিন্তু বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। সরকার বলেছিল সংক্রমনের হার ৫ শতাংশের নিচে থাকলে তবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যদিও গত বছর সংক্রমণে নিম্নহার থাকলেও খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠান।

এহছানুল হক মিলন বলেন, শিক্ষক, শিক্ষার্থীসহ সবার ভ্যাকসিন নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।প্রথম থেকে অষ্টম শ্রেণির না হোক,  দশম শ্রেণিকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করানো যেত পারতো।কইভাবে কলেজ পর্যায়ে দ্বাদশের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের ক্লাসে এনে পড়ানো যেত। তাহলে পরীক্ষাও যথাসময়ে নেওয়া যেত, অটো পাস দিতে হতো না। সরকারের অদূরদর্শিতার কারণে এসব সিদ্ধান্তও নেওয়া সম্ভব হয়নি। পড়াশোনার চিন্তা বাদ দিয়ে সরকার এখন শুধু পরীক্ষার কথা চিন্তা করছে।

অনলাইন নিউজ ডেস্ক/ঢাকা প্রতিনিধি/

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

ইসলাম ও জীবনদোয়াযিকির

ঋণ মুক্তির জন্য দোয়া

4/5 - (20 votes)

 যদি কোন ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে নিচের দোয়াটি পড়বে 

ঋণ মুক্তির জন্য দোয়া


اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণঃ আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।
অর্থঃ হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। তিরমিযী ৫/৫৬০, নং ৩৫৬৩।

অথবা, এই দোয়াটিও পড়া যায়।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল
অর্থঃ হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।” বুখারী, ৭/১৫৮, নং ২৮৯৩।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button