
নাগিনীরা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস
শান্তির ললিত বাণী শােনাইবে ব্যর্থ পরিহাস
বিদায় নেবার আগে তাই
ডাক দিয়ে যাই দানবের সাথে
যারা সংগ্রামের তরে প্রস্তুত হইতেছে ঘরে ঘরে।
সারমর্ম : দেশের ভেতরে ও বাইরের অপশক্তি, কুচক্রীরা সদা তৎপর। তারা যেকোনাে সময় বিনাশ ঘটাতে পারে। তাই তাদেরকে নীতিকথা শুনিয়ে লাভ নেই এবং তাদেরকে বিশ্বাস করার তাে দূরের কথা তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরােধ গড়ে তােলার জন্য ব্যাপক প্রস্তুতি থাকতে হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
