
আসিতেছে শুভদিন।
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তােমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তােমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি,
তারাই মানুষ, তারাই দেবতা গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উথান!
সারমর্মঃ শ্রমজীবী মানুষের কঠোর শ্রমে, ঘামে আর আত্মত্যাগে সূচিত হয়েছে আজকের এ মানবসভ্যতা। সভ্যতার কারিগর মহৎ মনের এ শ্রমজীবীরাই কিন্তু সমাজজীবনে নানাভাবে বঞ্চিত, শােষিত ও উপেক্ষিত হচ্ছেন। সময় এসেছে ঘুরে দাঁড়ানাের। শ্রমজীবী এসব মানুষের হাত ধরেই একদিন নবজাগরণের মধ্য দিয়ে বিশ্বে পালাবদলের সূচনা ঘটবে।
অন্যভাবে লিখা যায়ঃ যে শ্রমিকদের কোঠর শ্রমের মধ্য দিয়ে দেশ ও জাতি আজ সভ্যতার চরম শিখরে পৌঁছেছে, তারাই সমাজজীবনে বঞ্চিত ও অবহেলিত। কিন্তু পালাবদলের দিন এসেছে। একদিন শ্রমজীবী মানুষেরাই বিশ্ব নবজাগরণের সূচনা করবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Nice writing
ধন্যবাদ