
হায়, হায় জন্মিয়া যদি না ফুটালে
একটি কুসুমকলি নয়ন কিরণে,
একটি জীবন ব্যথা যদি না জুড়ালে,
বুক ভরা প্রেম ঢেলে, বিফল জীবনে,
আপনা রাখিবে ব্যর্থ জীবন সাধনা,
সে জনম বিশ্বের তরে, পরার্থে কামনা।
সারমর্ম : কেবল নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকার জন্য মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি। পরের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মধ্যেই মানবজীবনের চরম সার্থকতা নিহিত। যে জীবন অন্যের কল্যাণে নিজেকে নিয়ােজিত করতে পারেনি সেই জীবন ব্যর্থতায় পর্যবসিত। তাই পরের কল্যাণে নিজেকে অকাতরে বিলিয়ে দেওয়াটাই জীবনের লক্ষ্য ও একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
