
সবারে বাস রে ভালাে।
নইলে মনের কালাে মুছবে না রে!
আজ তাের যাহা ভালাে
ফুলের মতাে দে সবারে।
করি তুই আপন আপন,
হারালি যা ছিল আপন
বিলিয়ে দে তুই যারে তারে।
যারে তুই ভাবিস ফণী
তারাে মাথায় আছে মণি।
বাজা তাের প্রেমের বাঁশি
ভবের বনে ভয় বা কারে?
সবাই যে তাের মায়ের ছেলে
রাখবি কারে, কারে ফেলে?
একই নায়ে সকল ভায়ে।
যেতে হবে রে ওপারে।
সারমর্মঃ মানুষ সমাজবদ্ধ হয়ে একে অপরের বিপদ-আপদে পাশে দাঁড়াবে এটাই সমাজের অলিখিত নিয়ম। অন্যদের দূরে ঠেলে কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকার ফলে মানুষ একসময় হয়ে পড়ে নিঃসঙ্গ। জীবনকে সার্থক ও মহীয়ান করতে হলে মানুষে মানুষে প্রীতি ও প্রেমের বন্ধন গড়ে তুলতে হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
