
সারমর্ম
তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর,
ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর।
বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়,
তরু তবু অকাতর কিছু নাহি কয়।
কয়ে দুর্লভ মানবজন্ম পেয়েছ যখন,
তরুর আদর্শ কর জীবনে গ্রহণ।
পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন,
তুমিও হও গাে ধন্য তরুর মতােন।
সারমর্ম ঃ গাছপালা ছায়া, ফুল, ফল, ডালপালা, কাঠ এসব দিয়ে মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেয়। পরােপকার করেই বৃক্ষের জীবন ধন্য। মানুষেরও বৃক্ষের পরােপকারের আদর্শকে জীবনে ধারণ করা উচিত। তবেই মানবজীবন ধন্য ও সার্থক হবে।
অন্যভাবে লিখা যায়ঃ
অপরের কল্যাণে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিলিয়ে দেয়ার মধ্যেই মানব জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। মহৎ হৃদয়ের অধিকারীরা পরের জন্য জীবনের সবকিছু বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। তরুলতা ও গাছপালার দিকে তাকালে এ সত্যটি সহজেই উপলব্ধি করা যায়। তাই মানুষেরও উচিত এ আদর্শ অনুসরণ করে পরার্থে নিজেকে বিলিয়ে দেয়া।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
