
বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
বের দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।
সারমর্ম : প্রকৃতির লীলাভূমি আমাদের পৃথিবীর সর্বত্রই নানা রকম দর্শনীয় জিনিস রয়েছে। এগুলাে দেখতে সৌন্দর্য পিপাসু মানুষ টাকা পয়সা খরচ করে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। কিন্তু তাদের স্বদেশেই তথা তাদের চারপাশে নাগালের মধ্যেই যে অপূর্ব সৌন্দর্যের সমারােহ তথা বস্তু রয়েছে সে ব্যাপারে তারা একেবারেই উদাসীন। তাই প্রতিটি মানুষের উচিত সৌন্দর্য উপভােগে দেশ-বিদেশ না ঘুরে দেশের মধ্যেই যে সুন্দরের মােহনীয় বস্তু আছে তার প্রতি সজাগ দৃষ্টি দেওয়া।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
