
(খ) কোনটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা দেখাও:
১। আমগাছ
২। আমাশয়ের জীবাণু
৩। দোয়েল
৪। রাইজোবিয়াম
৫। মিউকর
৬। সাইকাস
৭। শামুক
৮। অ্যাগারিকাস
৯। নিউমোকক্কাস
১০। স্পাইরোগাইরা
উত্তর
জীব/উদ্ভিদের নাম | রাজ্যের নাম |
---|---|
আমগাছ | রাজ্য ৪ঃ প্লানটি (Plantae) |
আমাশয়ের জীবাণু | রাজ্য ১ঃ মনেরা (Monera) |
দোয়েল | রাজ্য ৫ঃ অ্যানিমেলিয়া (Animalia) |
রাইজোবিয়াম | রাজ্য ১ঃ মনেরা (Monera) |
মিউকর | রাজ্য ৩ঃ ফানজাই (Fungi) |
সাইকাস | রাজ্য ৪ঃ প্লানটি (Plantae) |
শামুক | রাজ্য ৫ঃ অ্যানিমেলিয়া (Animalia) |
অ্যাগারিকাস | রাজ্য ৩ঃ ফানজাই (Fungi) |
নিউমোকক্কাস | রাজ্য ১ঃ মনেরা (Monera) |
স্পাইরোগাইরা | রাজ্য ৪ঃ প্লানটি (Plantae) |
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Nice