
হউক সে মহাজ্ঞানী মহা ধনবান,
অসীম ক্ষমতা তার অতুল সম্মান,
হউক বিভব তার সম সিন্ধু জল,
হউক প্রতিভা তার অক্ষুন্ন উজ্জল,
হউক তাহার বাস রম্য হরমো মাঝে,
থাকুক সে মণিময় মহামূল্য সাজে,
হউক তাহার রূপ চন্দ্রের উপম
হউক বীরেন্দ্র সেই যেনো সে রোস্তম,
শতশত দাস তার সেবুক চরণ,
করুক স্তব কদল স্তব সংকীর্তন।
কিন্তু যে সাধেনি কভু জন্মভূমি হিত,
স্বজাতির সেবা জেবা করেনি কিঞ্চিৎ,
জানাও সে নরাধমে জানাও সত্বর,
অতীব গৃণিত সেই পাষণ্ড বর্বর।
সারমর্ম : স্বদেশপ্রেম মানবজীবনের এক মহৎ গুণ। স্বদেশ ও স্বজাতির সেবার মধ্যদিয়ে মানুষ মহত্ত্ব অর্জন করতে পারে। জ্ঞান ও বিত্ত, প্রতিভা ও শক্তি, সম্পদ ও বিলাসিতার জোরে মানুষ নিজেকে গৌরবান্বিত মনে করতে পারে। কিন্তু দেশপ্রেম-বিবর্জিত মানুষ প্রকৃত মানুষ নয়। দেশ ও জাতির কাছ থেকে সে কোনাে সম্মান ও মর্যাদা পায় না। কেবল ঘৃণাই তার প্রাপ্য।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

It is need to be smaller