অনুচ্ছেদ

ই-বুক অনুচ্ছেদ (SSC HSC)

2.1/5 - (24 votes)

ই-বুক অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি । E-book paragraph writing for class 6 7 8 9 10 SSC HSC

ই-বুক অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি । E-book paragraph writing

ই-বুক অনুচ্ছেদ 

ই-বুক ইংরেজি (E-book) শব্দ থেকে আগত। তথ্যপ্রযুক্তি বিশ্বব্যাপী তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা এবং সরবরাহের নবদিগন্তের সূচনা করেছে। ই-বুক এ তথ্যপ্রযুক্তির একটি বিস্ময়কর দিক। ই-বুক -এর পুরাে নাম ইলেকট্রনিক বুক। এটি মূলত বইয়ের আকারে প্রকাশিত একটি ডিজিটাল বই। এটি একাধারে প্রিন্ট বা কম্পিউটার জাতীয় ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে সংরক্ষণ করা ও পড়া যায়। ই-বুক আসলে কাগজে ছাপানাে কোনাে বই নয়। তবে । | এটিকে কাগজে ছাপানাে বইয়ের মতােই পড়া যায়। অক্সফোর্ড ডিকশনারিতে ই-বুককে ‘An electronic version of a printed book’ বলে সংজ্ঞায়িত করা হয়েছে। ই-বুকের ধারণা সর্বপ্রথম ১৯৪০ সালে প্রবর্তন করা হয়। তবে ১৯৪৯ সালে প্রকাশিত ‘ইনডেক্স’ নামক বইটিই সর্বপ্রথম প্রকাশিত ই-বুক যা তৈরিতে রবার্টো বুসা অসামান্য অবদান রেখেছেন। অ্যাঞ্জেলা লুইম রব্যাজ ১৯৪৯ সালে এটি প্রকাশ করেন। ২০০৯ সালের আগস্ট পর্যন্ত প্রকাশিত ই-বুকের সংখ্যা দাঁড়ায় দুই লাখেরও বেশি যা বর্তমানে তিন লাখের কাছাকাছি পৌঁছেছে। ই-বুক প্রকৃত অর্থেই অত্যন্ত সহজলভ্য। এটি তৈরিতে ছাপানাে বইয়ের চেয়ে অনেক কম খরচ হয়। ইন্টারনেট থেকে যখন খুশি ই-বুক সংগ্রহ করা | যায়। আর এসব সুবিধার কারণে ই-বুক পড়ার প্রবণতা দিনদিন বেড়েই চলছে। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে গতিশীল | বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য পাঠক সমাজকে ই-বুক ব্যবহারে আগ্রহী হতে হবে। কেননা একমাত্র ই-বুকই স্বল্প সময়ে কম খরচে বিনােদন ও জ্ঞানার্জনের ব্যবস্থা করতে পারে। ই-বুক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বর্তমানে আমরা বিশ্বের বিখ্যাত সকল লেখকের সাহিত্য ও লেখনীর সঙ্গে পরিচিত হওয়ার সুযােগ পাচ্ছি। যা আমাদের জ্ঞান রাজ্যকে আরও সমৃদ্ধ করার সুযােগ করে দিয়েছে।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button