
গতকাল শুক্রবার বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর জমাদিউস সানী মাসটি ত্রিশদিন পূর্ণ হবে। আগামীকাল রোববার থেকে পবিত্র রজব মাস শুরু হবে। সে হিসেবে পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে। যা হিজরি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত।
গতকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
