ইসলাম ও আল কুরআন (সাধারণ জ্ঞান) – পর্ব ২

প্রশ্ন : কুরআনের প্রদীপ বলা হয় কোন সূরাকে?
উত্তর : সূরা মুলককে।
প্রশ্ন : কুরআনের আরশ কোনটি?
উত্তর : সূরা বাকারা।
প্রশ্ন : কুরআনের তাজ কোনটি?
উত্তর : সূরা আর-রাহমান।
প্রশ্ন : রাসূল (স)-এর দেহে যাদুর প্রভাব নষ্টের জন্য কোন দুটি সূরা অবতীর্ণ হয়?
উত্তর : সূরা ফালাক ও সূরা নাস।
প্রশ্ন : পবিত্র কুরআনের বৃহত্তম সূরা কোনটি?
উত্তর :সূরা বাকারা।
প্রশ্ন :কুরআনের ক্ষুদ্রতম সূরা কোনটি?
উত্তর :সূরা কাওসার।
প্রশ্ন : কোন সূরাতে মীম অক্ষর নেই?
উত্তর : সূরা কাওসারে।
প্রশ্ন :কুরআনের মােট সূরা কতটি?
উত্তর : ১১৪টি।
প্রশ্ন :মাক্কী ও মাদানী সূরা কতটি?
উত্তর : মাক্কী ৮৯টি, মতান্তরে ৮৬টি এবং মাদানী ২৫টি, মতান্তরে ২৮টি।
প্রশ্ন : কুরআনের মাথা কোনটি?
উত্তর : বিসমিল্লাহির রাহমানীর রাহিম।
প্রশ্ন : সর্বপ্রথম হাফেজ ও কারী কে?
উত্তর :হযরত মুহাম্মদ (স)।
প্রশ্ন : কুরআনের বিক্ষিপ্ত পাণ্ডুলিপি কে সর্বপ্রথম একত্রিতকরে সংরক্ষণ করেন?
উত্তর : আবু বকর সিদ্দীক (রা)।
প্রশ্ন : উক্ত পাণ্ডুলিপি কে প্রথম প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করেন?
উত্তর :হযরত উসমান (রা)।
প্রশ্ন : পবিত্র কুরআনে কতজন নবী ও রাসূলের নাম উল্লেখ আছে?
উত্তর : ২৬ জন। (সূত্র : ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন)
প্রশ্ন : পবিত্র কুরআনে আহমদ শব্দটি কতবার এসেছে?
উত্তর : ১ বার।
প্রশ্ন : কুরআনে মুহাম্মদ শব্দটি কতবার এসেছে?
উত্তর : ৪ বার।
প্রশ্ন :কুরআনে কোন নবীর নাম সর্বাধিকবার এসেছে?
উত্তর :হযরত মূসা (আ)-এর নাম, ১৩৫ বার।
প্রশ্ন :কুরআনে বর্ণিত একমাত্র সাহাবার নাম কি?
উত্তর : হযরত যায়েদ ইবনে হারেসা (রা)
প্রশ্ন :কুরআনে মদীনাকে কি নামে উল্লেখ করা হয়েছে?
উত্তর : ইয়াসরিব।
প্রশ্ন :কুরআনের পারা কতটি?
উত্তর : ৩০টি।
প্রশ্ন :কুরআনের মানযিল কতটি?
উত্তর : ৭টি।
প্রশ্ন :কুরআনের আয়াত সংখ্যা কতটি?
উত্তর : ৬,৬৬৬টি মতান্তরে ৬,২৩৬টি
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Ahad al galif er purno ortho ki.ami jodi ahad al galif nam rakhi tahole ki ahad bole dakte parbo