ইসলাম ও জীবনবিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

ইসলাম ও আল কুরআন (সাধারণ জ্ঞান) – পর্ব ২

Rate this post

ইসলাম ও আল কুরআন (সাধারণ জ্ঞান) – পর্ব ২

প্রশ্ন : কুরআনের প্রদীপ বলা হয় কোন সূরাকে?
উত্তর : সূরা মুলককে। 

প্রশ্ন : কুরআনের আরশ কোনটি?
উত্তর : সূরা বাকারা।

প্রশ্ন : কুরআনের তাজ কোনটি?
উত্তর : সূরা আর-রাহমান।

প্রশ্ন : রাসূল (স)-এর দেহে যাদুর প্রভাব নষ্টের জন্য কোন দুটি সূরা অবতীর্ণ হয়?
উত্তর : সূরা ফালাক ও সূরা নাস।

প্রশ্ন : পবিত্র কুরআনের বৃহত্তম সূরা কোনটি?
উত্তর :সূরা বাকারা।

প্রশ্ন :কুরআনের ক্ষুদ্রতম সূরা কোনটি?
উত্তর :সূরা কাওসার।

প্রশ্ন : কোন সূরাতে মীম অক্ষর নেই?
উত্তর : সূরা কাওসারে।

প্রশ্ন :কুরআনের মােট সূরা কতটি?
উত্তর : ১১৪টি।

প্রশ্ন :মাক্কী ও মাদানী সূরা কতটি?
উত্তর : মাক্কী ৮৯টি, মতান্তরে ৮৬টি এবং মাদানী ২৫টি, মতান্তরে ২৮টি।

প্রশ্ন : কুরআনের মাথা কোনটি?
উত্তর : বিসমিল্লাহির রাহমানীর রাহিম।

প্রশ্ন : সর্বপ্রথম হাফেজ ও কারী কে?
উত্তর :হযরত মুহাম্মদ (স)।

প্রশ্ন : কুরআনের বিক্ষিপ্ত পাণ্ডুলিপি কে সর্বপ্রথম একত্রিতকরে সংরক্ষণ করেন?
উত্তর : আবু বকর সিদ্দীক (রা)।

প্রশ্ন : উক্ত পাণ্ডুলিপি কে প্রথম প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করেন?
উত্তর :হযরত উসমান (রা)।

প্রশ্ন : পবিত্র কুরআনে কতজন নবী ও রাসূলের নাম উল্লেখ আছে?
উত্তর : ২৬ জন। (সূত্র : ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন)

প্রশ্ন : পবিত্র কুরআনে আহমদ শব্দটি কতবার এসেছে?
উত্তর : ১ বার।

প্রশ্ন : কুরআনে মুহাম্মদ শব্দটি কতবার এসেছে?
উত্তর : ৪ বার।

প্রশ্ন :কুরআনে কোন নবীর নাম সর্বাধিকবার এসেছে?
উত্তর :হযরত মূসা (আ)-এর নাম, ১৩৫ বার।

প্রশ্ন :কুরআনে বর্ণিত একমাত্র সাহাবার নাম কি?
উত্তর : হযরত যায়েদ ইবনে হারেসা (রা)

প্রশ্ন :কুরআনে মদীনাকে কি নামে উল্লেখ করা হয়েছে?
উত্তর : ইয়াসরিব।

প্রশ্ন :কুরআনের পারা কতটি?
উত্তর : ৩০টি।

প্রশ্ন :কুরআনের মানযিল কতটি?
উত্তর : ৭টি।

প্রশ্ন :কুরআনের আয়াত সংখ্যা কতটি?
উত্তর : ৬,৬৬৬টি মতান্তরে ৬,২৩৬টি

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

One Comment

মন্তব্য করুন

Related Articles

Back to top button