Uncategorized
মনে করো তুমি মাহিন / মোহনা । তোমার খেলার সাথী সাজিদ / সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/ নাফিসা কে একটি চিঠি লেখ
মনে করো তুমি মাহিন / মোহনা । তোমার খেলার সাথী সাজিদ / সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/ নাফিসা কে একটি চিঠি লেখ
মাহিন / মোহনা
ঢাকা
১৩ ই নভেম্বর ২০২০
প্রিয় নাফিস / নাফিসা,
আমার প্রীতি ও ভালোবাসা নিশ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছিস। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ/ সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত। খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। তবে আশার কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে। ডক্টরের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে। সাজিদ / সাজেদার পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। তাছাড়া সাজিদ/ সাজেদার সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি। শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছি। প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুনাময় মহান আল্লাহতালার কাছে দোয়া করতে বললেন।
আমার বন্ধু সাজিদ / সাজেদার জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার ও পরিবারের জন্য দোয়া করিস। মহান আল্লাহ যেন তোকে ও তোর পরিবারের সকলে সুস্থ এবং করোনা ভাইরাস থেকে হেফাযতে রাখেন।
ইতি
তোর বন্ধু মাহিন / মোহনা
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

op
তোমার সাথে আছো বলেই আমরা এতো দূর আসতে পেরেছি। আশা করি অ্যাসাইনমেন্টের পর আমাদের সাথেই থাকবে। আমরাও চাই তোমদের পাশে থেকে পড়াশুনায় তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে।
🙂
Name address and date Ke Dan Saida a lakbo na ke bam saida?
Esaiment er por r ki publish koeben?
Esaiment er por r ki publish korbn?
ঢং….যত্তসব…..
chup
sry bhalo gelo
bhai onek dhonnobad apner jonno amader assignment bhal gelo
স্যার আপনাদের পাশেই আছি।আমাদের পড়াশোনায় হেল্প করতে থাকেন।আর ৩০ দিনের যেই সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে,সেখান থেকে সকল গুরুত্বপূর্ণ পড়াগুলো পড়ান।আর পারলে ক্লাসও করান।
স্যার আপনাদের পাশেই আছি।আমাদের পড়াশোনায় হেল্প করতে থাকেন।আর ৩০ দিনের যেই সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে,সেখান থেকে সকল গুরুত্বপূর্ণ পড়াগুলো পড়ান।আর পারলে ক্লাসও করান।
12 tarikh er por ei website ta ke onek miss korbo…
Assignment এর পর তোমাদেরকে শিক্ষামূলক যেকোন কিছু যেমনঃ রচনা, ভাবসম্প্রসারণ, অনুচ্ছেদ, ইসলামিক জ্ঞান, সাধারণ জ্ঞান, বাংলা ব্যাকরণ, স্বাস্থ্য কথা, হাদিসের কথা ইত্যাদি বিষয়ে অনেক কিছু দেওয়া হবে।
আশা করি Assignment এর দিনগুলোতে তোমাদের থেকে যেমন সাপোর্ট আর অনুপ্রেরনা পেয়েছি, বাকি দিনগুলোতেও পাব
মতামতের জন্য আপনাকে ধন্যবাদ
তোমাকেও অনেক ধন্যবাদ
sir 3rd assigmant ar english ans ta dan plz plz
Thanks
Apnader onek dhonnobad.assignment er Solution dibar jonno
Oita school e jevhabe bolse ovhabe lekhte hobe :3
Vaia online class nen