রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে পার্থক্য কী?

রবি মৌসুম ও খরিপ মৌসুমের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে পার্থক্য গুলো বর্ণনা করা হলোঃ
রবি মৌসুম | খরিপ মৌসুম |
---|---|
আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। | চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিপ মৌসুম বলে। |
রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয় তবে তা কম। | খরিপ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাসে পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। |
রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আদ্রতা কম থাকে। | খরিপ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আদ্রতা বেশি থাকে |
আরও উত্তরঃ
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

স্যার আপনাদের পাশেই আছি।আমাদের পড়াশোনায় হেল্প করতে থাকেন।আর ৩০ দিনের যেই সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে,সেখান থেকে সকল গুরুত্বপূর্ণ পড়াগুলো পড়ান।আর পারলে ক্লাসও করান।