নবম (৯) শ্রেণি Class 9 ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান | 6 week assignment solution
তোমারা ইতোমধ্যেই জানো, সরকার তোমাদের সুরক্ষার কথা মাথায় রেখে বর্তমান করোনা পরিস্থিতে সকল স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তাই মাধ্যমিক শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীণ হওয়ার জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এবং সপ্তাহ ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। তোমাদেরকে মোট ৬ সপ্তাহের এ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদের মেধার যাচাই করা হবে। এরইমধ্যে ১ম, ২য় ও ৩য়, ৪র্থ , ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট অনেক আগেই তোমাদের কাছে পৌঁছে গেছে।
এবার বলব শেষ অর্থাৎ ৬ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট এ কি কি বিষয় থাকছে। যে যে বিষয় থাকছে তা হল ঃ
১. গনিত (এ্যাসাইনমেন্ট ৩)
২. বিজ্ঞাব/বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (এ্যাসাইনমেন্ট ৩)
৩. পদার্থ বিজ্ঞান/ ভূগোল/ হিসাববিজ্ঞান (এ্যাসাইনমেন্ট ৩)
প্রশ্ন প্রকাশ হলে সবগুলো বিষয়ের উত্তর দেওয়া হবে। তাই তোমরা পেজটি সেভ বা বুকমার্ক করে রাখো।
আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজে যুক্ত থাকো
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

ধন্যবাদ জানাই আপনাদের কে।আমাদেরকে সাহায্য করার জন্য
vai class 9 ar 8 ta chren khub dorkal