Uncategorized

ভূমিকম্প ও জনমনে সচেতনতা সৃষ্টি বিষয়ে প্রতিবেদন

Rate this post

 

ভূমিকম্প ও জনমনে সচেতনতা সৃষ্টি বিষয়ে প্রতিবেদন
ভূমিকম্প ও জনমনে সচেতনতা সৃষ্টি বিষয়ে প্রতিবেদন

ভূমিকম্প ও জনমনে সচেতনতা সৃষ্টি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।

সচেতনতা রক্ষা করবে ভূমিকম্পের হাত থেকে

নিজস্ব প্রতিবেদক, সিলেট।

নদীমাতৃক এদেশ দুর্যোগপ্রবণ দেশগুলাের মধ্যে অন্যতম একটি দেশ। ঝড়, বন্যা, সাইক্লোন, খরা ইত্যাদি এদেশে এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলাের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এটি হঠাৎ করে আঘাত হেনে মুহুর্তের মধ্যেই পুরাে দেশটাকে ধ্বংসস্তুপে পরিণত করতে পারে। তবে এটি নির্ভর করে ভূমিকম্পের মাত্রার উপর। বাংলাদেশের অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে হওয়ায় কিছুদিন পরপরই ছােট ছােট মাত্রার ভূমিকম্প অনুভব হচ্ছে। বিগত বছরগুলাের মধ্যে দুই এক বার আমাদের দেশ ভূমিকম্পের কেন্দ্রে অবস্থান করেছিল। তবে মাত্রা খুব বেশি ছিল না বলে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে যা আমাদের সকলের জন্য অবশ্যই মঙ্গলজনক। 

ভূমিকম্পের কেন্দ্রে থাকা দেশগুলাে পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। তবে, আমাদের দেশে এখন বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে গেছে। এর কারণ আমাদের প্রাকৃতিক ভারসাম্যহীনতা ও ভৌগােলিক অবস্থান। ভূমিকম্প কখন হবে আমরা কেউ তা জানি না। এটি বহু গবেষণার পরও পূর্ব থেকে অনুমান করা এখনাে দুঃসাধ্যই রয়ে গেছে। তাই এটি প্রতিরােধ করার কোনাে উপায়ও নেই। তবে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি। যেমনঃ

  • ভূমিকম্পের পর ‘আফটার শক’ হতে পারে, এ ব্যাপারে আমরা সতর্ক থাকতে পারি।
  • নিজেদের কাছাকাছি টর্চ লাইট, পানি ও শুকনাে খাবার রাখতে পারি।
  • গাড়ির ভেতরে থাকলে অবশ্যই গাড়ি থামিয়ে গাড়ির ভেতরেই অবস্থান করতে পারি।
  • ঘরের শক্ত ডেস্ক বা টেবিল থাকলে মাথার উপর বালিশ দিয়ে এগুলাের নিচে আশ্রয় নিতে পারি।
  • ঘরের দিকের দেওয়াল বা প্লারের কাছাকাছি অবস্থান করতে পারি।
  • বিদ্যুৎ সংযােগ বন্ধ করে দিতে পারি।
  • হেলমেট বা অন্য শক্ত কিছু থাকলে মাথায় তা পরে নিতে পারি।
  • যদি সম্ভব হয় ঘর থেকে বের হয়ে উন্মুক্ত কোথাও অবস্থান নিতে পারি।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Uncategorized

গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?

Rate this post
গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?


গ্রিন হাউস কৌশল কি 

গ্রীন হাউজ হল ফসলের বীজতাত্ত্বিক গুণগতমান পরিবর্তন না করেই উন্মুক্ত মাঠে ফসল উৎপাদন না করে একটি বদ্ধ ঘরে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো, উত্তাপ ও বায়ুর আদ্রতা বজায় রেখছে কাঙ্খিত ফসল উৎপাদন করা। 
গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তসমূহ :

গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের জন্য তিনটি শর্ত রয়েছে। গাছের গুণগত মান ও সুষম পুষ্টি সরবরাহের জন্য নিচের তিনটি শর্ত বাস্তবায়ন করা প্রয়োজন:

প্রথম শর্ত: গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের প্রথম শর্তটি হলো ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। কারণ বদ্ধ ঘরে যদি ফসলের জন্য উপযুক্ত পরিবেশ এবং গাছের ধরণ অনুযায়ী পুষ্টি সম্পর্কিত জ্ঞান না থাকে তাহলে গ্রিন হাউস কৌশল আশানুরূপ ফল নাও দিতে পারে।

দ্বিতীয় শর্ত : গ্রীন হাউজ কৌশল বাস্তবায়নের দ্বিতীয় শর্তটি হল গাছের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের জন্য প্রয়োজনীয় যান্ত্রিক ব্যবস্থা স্থাপন করা এবং সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা। 

তৃতীয় শর্ত : গ্রীন হাউজ কৌশলের তৃতীয় এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা। 

গ্রিন হাউস পদ্ধতিতে ফসল উৎপাদন খুবই ব্যায় সাপেক্ষ, এর মাধ্যমে বেশি ফসল উৎপাদন করা যায় না। তাছাড়া এই পদ্ধতিতে সকল ফসল উৎপাদন সম্ভব নয়। 

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

14 Comments

মন্তব্য করুন

জীবনানন্দ দাশদেশের কবিতাবাংলা কবিতা

কবিতাঃ একদিন কুয়াশার (জীবনানন্দ দাশ)

Rate this post

একদিন কুয়াশার
জীবনানন্দ দাশ

একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর, জানি
হৃদয়ের পথ-চলা শেষ হলো সেই দিন- গিয়েছে যে শান্ত হিম ঘরে,
অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছু কাল- পৃথিবীর এই মঠখানি
ভুলিতে বিলম্ব হবে কিছু দিন; এ মাঠের কয়েকটা শালিখের তরে
আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে র’বো কিছু কাল অন্ধকার বিছানার কোলে
আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজো কি মাঠের কুয়াশায়
ভেসে আসে? সেই ন্যাড়া অশ্বত্থের পানে আজো চ’লে যায় সন্ধ্যা সোনার মতো হ’লে  
ধানের নরম শিষে মেঠো ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আজো চায়

সন্ধ্যা হ’লে মউমাছি চাক আজো বাঁধে না কি জামের নিবিড় ঘন ডালে,
মউ খাওয়া হ’য়ে গেলে আজো তারা উড়ে যায় কুয়াশায় সন্ধ্যার বাতাসে
কতো দূরে যায়, আহা- অথবা হয়তো কেউ চালতার ঝরাপাতা জ্বালে
মধুর চাকের নিচে- মাছিগুলো উড়ে যায়- ঝ’রে পড়ে- ম’রে থাকে ঘাসে।

একদিন কুয়াশার Ⓒ জীবনানন্দ দাশ

[post_ads]কবি পরিচিতিঃ 
জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯
জন্মস্থানঃ বরিশাল
মৃত্যু: ২২ অক্টোবর ১৯৫৪ (বয়স ৫৫)
মৃত্যুর কারণ: ট্রাম দুর্ঘটনায়
সমাধি: ভারত
অন্য নাম: মিলু
পিতা: সত্যানন্দ দাশগুপ্ত
মাতা: কুসুমকুমারী দাশ
[সুত্রঃ জীবনানন্দ দাশ – উইকিপিডিয়া ##fa-external-link##]

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button