বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা
বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশই কৃষি উন্নয়ন ও গবেষণায় ভাল অবস্থান দখল করে আছে।ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের পিছনে কৃষি সমাজ ও কৃষির অবধান অনেক। দুই দেশের কৃষিতে ধান উৎপাদন বেশি হয়। কিন্তু বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমনঃ
১. ২৫ বছর আগে ভিয়েতনামের কৃষি চিত্র ছিল অনেকটাই না বলার মত কিন্তু দেশটির কৃষি সমবায় সংগঠনগুলো খুবই সৃজনশীল ও শক্তিশালী হওয়ার কারনে দেশটির কৃষি চিত্র একেবারে পাল্টে যায়। সেই তুলনায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশেরের কৃষিতে তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি বা পরিবর্তন সাধিত হয়নি। কারন কৃষি সমবায় সংগঠনগুলো তেমন শক্তিশালী ও সংগঠিত ছিল না।
২. বাংলাদেশে কৃষি সমবায় সংগঠনগুলো ভিয়েতনামের সংগঠনগুলোর মত এতটা তৎপর না। যদিও কিছু কৃষি সমবায় মাঠপর্যায়ে কাজ করছে কিন্তু তা চোখে পরার মতো না। অন্যদিকে ভিয়েতনামের সংগঠনগুলো কৃষি সম্প্রসারণে প্রচুর টাকা ব্যায় করে এবং কৃষিনীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে ধারণা প্রদান করে। যার ফলে ভিয়েতনাম বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশে পরিচিতি লাভ করেছে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

অষ্টম শ্রেণির বাকি উত্তরগুলো কোথায়?
অষ্টম শ্রেণির বাকি উত্তরগুলো কোথায়?
gonit dao
ভাইয়া/আপু thankyou so much আপনি আমাদের জন্য এত করছেন ��thank u ��আপনি যদি আমাদের আরেকটু help করতেন I mean আপনি আরেকটু কষ্ট করে কৃষির পরের ২ প্রশ্ন আর গনিত এর প্রশ্নে উওর গুলো দিতেন তাহলে খুব ভালো হতো����plz আপু/ভাইয়া আমাদের আরেকটু help করুন plz plz����গনিত আর কৃষির উওর গুলো দিন plz��������
Yes
✌️
ভাই গণিত কবে দিবেন।
Math pls
math
Agriculture ar baki ans gula kuthai boro bhi kalke die diben pls
Vai math amer kasa asa apni english koba diban
vai apnara jodi lechar man ta ar ek to
baraten tobe amader kosto ekto kom hoto
Age to written by rimon Ahmed dekhato. Akhon admin dekhache kno?are both same person?
Nice website
who ever is giving us the answer is an angel, very cool.