উদ্ভিদ দেহে ভাইরাস যেসব রোগ ছড়ায়
উদ্দীপকে প্রথম অণুজীব টির নাম হল ভাইরাস। জীবিত জীব দেহ ছাড়া বা জীবদেহের বাহিরে এরা জীবনের কোন লক্ষণ দেখায় না। এ কারণেই ভাইরাস প্রকৃত পরজীবী।
এই অনুজীবটি মানব দেহের নানা রোগ ছাড়াও উদ্ভিদ দেহে নানা রকম রোগ সৃষ্টি করে।
যেমনঃ
(ক) ধান গাছে টুংরো রোগ এই ভাইরাসের কারণে হয়। যার ফলে ধান অতি তাড়াতাড়ি ঝরে পড়ে।
(খ) তামাকের মোজাইক রোগ এই ভাইরাসের কারণে হয়। এর ফলে তামাকের পাতা বিবর্ণ হয়ে যায়।
(খ) তামাকের মোজাইক রোগ এই ভাইরাসের কারণে হয়। এর ফলে তামাকের পাতা বিবর্ণ হয়ে যায়।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।

Nice
Good
এখানে উত্তরটা ভুল। এখানে যে যে রোগ ভাইরাসের কারণে হয় বলে উল্লেখ করা হয়েছে সেগুলো আসলে ব্যাক্টেরিয়ার কারণে হয়।
উত্তরে কোনো ভুল নেই
বইয়ে দেখে নিন
You all are wrong it is all right chill
Choto onek choto
ছোটো ছোটো হবে না এইটা
এই উত্তর একদমই ঠিক। এ-ই রোগ গুলো ব্যাকটেরিয়া না ভাইরাসের কারণেই হয়
yes correct
Foul
আপনি কি বই পড়েননি। এগুলো ভাইরাস এর কারনে হয়ে থাকে। ভালো করে বই পড়ে এখানে কমেন্ট করুন।