Uncategorized

Assignment: অভিস্রবন প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কত খানি তা ব্যাখ্যা কর।

2.3/5 - (33 votes)

 অভিস্রবন  প্রক্রিয়াটির গুরুত্ব  উদ্ভিদের জীবনে কত খানি তা ব্যাখ্যা কর।

উদ্দীপকে মায়ের বলা পক্রিয়াটির নাম হল অভিস্রবন পক্রিয়া।

অভিস্রবন  প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  নিচে এর কারণ বিশ্লেষণ করা হল-

  • পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ অভিস্রবন পক্রিয়ায় উদ্ভিদের কোষের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে। 
  • উদ্ভিদ এককোষী মূলরোম দিয়ে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ অভিস্রবন পক্রিয়ায় শোষণ করে। 
  • অভিস্রবনের কারণে রসস্ফীতি ঘটে, ফলে উদ্ভিদের কান্ড ও পাতা সতেজ ও খাড়া থাকে।
  • পত্ররন্দ্ৰ খোলা বা বন্ধ হওয়া অভিস্রবন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 
  • উদ্ভিদের অভ্যন্তরে এক কোষ হতে অন্য কোষে পানি চলাচল, কোষের বৃদ্ধি, কোষের স্বাভাবিক আকার ও আকৃতি রাখা কোষের দৃঢ়তা প্রদান, মাটি হতে রস উত্তোলন, বীজের অঙ্কুরোদগম প্রভৃতিতে অভিস্রবন  প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
  • সুতরাং দেখা যাচ্ছে যে, অভিস্রবন  প্রক্রিয়া দ্বারা উদ্ভিদের সার্বিক শরীরবৃত্তীয় পক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে।  তাই অভিস্রবন  প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

26 Comments

  1. Tomar baba ma ki sarderke somman die kotha bolte hoi ata shikhanni.Sir der ke somman die kotha bolte parle a groupe dhukbe,nahole dhukbena.Karon unara onek kosta kore likhechen amader kotha chinta kore.Sutorang kritoggotata shikar korio.Asa kori a kotha gulo porar por ar sirder sathe beadopi korbena.Mone rakhbe ma babar pore shikkha gurur sthan.Tader abhishap ba bod doa pore gele jibone kokhono unnoty korte parbena.

মন্তব্য করুন

Back to top button