Uncategorized

Assignment: ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা

Rate this post
ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা
(আমি নিজের মত করে শিরোনামটি দিলাম। তোমরা চাইলে অন্যভাবে দিতে পার।)
বিঃদ্রঃ লিখাটি  ৪৫৮ শব্দের। তোমারা ২৫০ শব্দের মধ্যে লিখবা।

ভূমিকা

বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল। আর বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার হলাে তথ্যপ্রযুক্তি। বিজ্ঞানকে বিভিন্ন শিল্প তথা মানব কল্যাণে প্রয়ােগ করার কৌশলই হচ্ছে প্রযুক্তি। আজকের দিনের বহুল আলােকিত প্রযুক্তিটি হলাে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যা বর্তমান বিশ্বের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার। জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মােকাবিলায় প্রস্তুত হতে হলে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই।

সেবাসমূহের তালিকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মূল সর্থকতাই হলো এটার ব্যবহার করে সুফল অর্জন করা। বর্তমান ডিজিটাল বাংলাদেশে সর্বত্রই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে লাগামহীনভাবে। বিশেষ করে সরকারি কর্মকান্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চোখে পরার মতো। তথ্য-প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা খুব কম সময়েই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সরকারি সেবাসমূহের তালিকা দেওয়া হলো:
  • ই-পর্চা
  • ই-বুক 
  • ই-পুর্জি 
  • পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ 
  • ই-স্বাস্থ্যসেবা 
  • অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ 
  • টাকা স্থানান্তর 
  • পরিসেবার বিল পরিশোধ
  • পরিবহন 
  • অনলাইন রেজিস্ট্রেশন

ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২০০৭ সালেও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ছিল সম্ভাবনাহীন একটি দেশ। কিন্তু বর্তমানে বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। বর্তমানে প্রযুক্তিভিত্তিক সেবা  দেশের যে কোনো প্রান্ত থেকে মুহূর্তেই প্রয়োজনীয় সব ধরনের নাগরিক গ্রহণ করতে পারছে সাধারণ মানুষ। ফলশ্রুতিতে বাংলাদেশ  রুপ নিয়েছে “ডিজিটাল বাংলাদেশ” নামে।প্রযুক্তিভিত্তিক সেবার সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ। যেমন: বর্তমানে সরকারি তথ্যাদি, আইন ও নীতিমান প্রণয়ন ও সংশোধন, বিশেষ বিশেষ দিবসের বার্তা, পাবলিক পরীক্ষার ফলালফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ফলে কম সময়ের কাছে তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাছাড়া দেওয়া হচ্ছে ই-স্বাস্থসেবা, পরিসেবা বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস) পরিশোধ করার সুযোগ করে দেওয়া হয়েছে অনলাইনে। সর্বস্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে খুলা হয়েছে ই-বুক প্লাটফর্ম। আর্থিক লেনদেন সহজ এবং নিরাপদ করার জন্য চালু করা হয়েছে অনলাইন ব্যাঙ্কিং। 

প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব 

প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারণ দিনকে দিন প্রযুক্তির এতটাই উৎকর্ষ সাধন হচ্ছে যে, মানুষও প্রানভরে উপভোগ করছে এর সুফল। এককথায় প্রযুক্তি মানুষের ভার্চুয়াল বন্ধুর মতোই হয়ে উঠেছে। প্রযুক্তিভিত্তিক সেবার কারণে কমেছে সময় ও ভোগান্তি। জীবনমান বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মসংস্থান। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি এখন দেশের সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠছে। নগদ টাকা উত্তোলন ও জমা দেয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যের হয়ে উঠছে এটিএম বুথ। পেশাদারিত্বের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং, টেলিকনফারেন্স, ই-ফাইলিং, ই-ট্র্যাকিং, ব্যবসায়ে ই-কমার্স থেকে শুরু করে ঘরের-অফিসের নিরাপত্তা, পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরাটি এখন আর ইন্টারনেট সংযোগের বাইরে থাকছে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা, সংস্কৃতিসহ প্রতিটি মৌলিক ক্ষেত্রেই যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে।

উপসংহার

এ যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া দেব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য। ডিজিটাল সরকার, নাগরিকদের ডিজিটাল সেবা প্রদান, তথ্য ও প্রযুক্তিভিত্তিক মানবসম্পদ উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প প্রসার – এ চারটি মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ভিশনের কর্মপরিকল্পনা প্রণয়ন করাহয়েছে। মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নত করাই ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ ভিশনের মূল লক্ষ্য।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

43 Comments

  1. অন্য সাইট থেকে নিতে হবে কেন। তোমাদের কে লিখেই দিলাম। তোমরা কিছু কিছু লাইন কমিয়ে লিখ। ২৫০ টি শব্দে লিখছো কিনা শিক্ষক তা গুনে দেখবে না। লিখার মান ঠিক আছে না কি না সেটাই দেখবে।

  2. অনেক অনেক ধন্যবাদ আপনাকে অ্যাসাইনমেন্টগুলো খুব কঠিন ছিল উত্তর দেয়ার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ

  3. বর্তমানে প্রযুক্তিভিত্তিক সেবা  দেশের যে কোনো প্রান্ত থেকে মুহূর্তেই প্রয়োজনীয় সব ধরনের নাগরিক গ্রহণ করতে পারছে সাধারণ মানুষ। line ta bhul

  4. ওয়েব সাইটের Security এর জন্য কপি করার Option টি বর্তমানে অফ আছে।

  5. নাগরিক এর পরে সেবা অথবা সুবিধা দিলেই তো হয়।

  6. Accha sir সেবাসমূহের তালিকা ai point e apni just talika disen… prottek shebar bornona dile kI problem ase?
    Anyway thanks

  7. এখানে ২৫০ শব্দের মধ্যে লিখতে বলছে যদিও আমি একটু বেশি শব্দের দিছি। তুমি যদি তালিকাগুলোর বর্ণনা দাও তাহলে আরও বড় হয়ে যাবে। তবে তুমি যদি ২৫০ শব্দের মধ্যে তালিকাগুলোর বর্ণনা দিতে তাহলে কোন সমস্যা নেই। আবার তালিকাগুলোর বর্ণনা না দিলেও সমস্যা নেই। আসলে এত বড় একটি বিষয় ২৫০ এর মধ্যে লিখাটা অনেকটা কঠিন।

  8. yes sir you r right… thanks for suggest me….. and also thanks for the assignment…
    anyway, sir ami aita theke just dharona nicchi purata hubohoo copy korbona

  9. Shunen,apnaraa amr chuler website khulsen.Copy mara chara nijer srijonshilota diye to kichu likhte paren na.Thik etaw Bangla Notice theke copy marsen.Ghorar dimer sir apnara

  10. এত ফালতু কথা কেন বলছেন। বাংলা নোটিশ উল্টো আমাদের লিখা কপি করে। প্রমান দেখেনঃ
    https://i.imgur.com/UYO7wz6.jpg

    আমরা অন্নের লিখা কপি করি না বরং অন্যরা আমাদের লিখা কপি করছে। লাস্ট ৭ দিনে ১০০ সাইট কে copy right complain আমরাই দিছি। মন্তব্য করা আগে ভেবে করবেন। সর্বপ্রথম Assignment দেওয়ার উদ্যোগ আমারাই নিছি। পরে অন্য সাইট আমাদের দেখে কপি করে।

  11. প্রথম প্যারার অভূতপূর্ব লেখাটা কি অদ্ভুতপূর্ব হবে নাকি যেটা আছে সেটাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button